রাজধানীর গুলশানের একটি ফ্ল্যা,ট থেকে তরু,ণী মো,সারাত জাহান মুনি,য়ার লাশ উ,দ্ধা,রে,র ঘটনা,য় দা,য়ের করা মা,ম,লায় বসু,ন্ধ,রা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের হাই,কো,র্টে আ,গাম জামিন আ,বেদনের শুনানি আজ বৃহ,স্পতিবার (২৯ এপ্রিল) হচ্ছে না। সেই সঙ্গে হাই,কোর্টে অনির্দি,ষ্ট,কালের জন্য আগা,ম জামি,ন শুনানি ব,ন্ধ ঘোষণা করা হয়েছে।







বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হাই,কোর্টে,র যে বে,ঞ্চের কার্য,তালিকায় আনভীরের আগাম জামিনের আবেদনটি শুনানির জন্য ছিল, সেই বেঞ্চ ‘লক,ডাউন’ ও মহা,মা,রির এই পরি,স্থি,তিতে আগাম জামি,নের শুনা,নি করবে না বলে জানায়।







বিচা,রপতি মামুনুন রহমান ও বি,চারপতি খো,ন্দকার দিলী,রুজ্জা,মানের ভা,র্চুয়া,ল বেঞ্চে,র কার্য,তালি,কায় ১৩ থেকে ২৭ নং পর্যন্ত মোট ১৫টি আগাম জামিনের আবে,দন ছিল। তার মধ্যে সায়েম সোবহান আন,ভীরের আবেদ,নটি ছিল ১৪ নং।







এদিন সকালে আদাল,তের দরজায় টা,ঙ্গানো এক নো,টিশে বলা হয়, ‘বর্তমান ল,কডা,উন এবং কো,ভি,ড-১৯ পরি,স্থি,তিতে অত্র কোর্ট আ,গাম জামি,নে,র আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি গ্রহণ ক,রিবেন না বলে অত্র আদালত অভিমত ব্যক্ত করি,য়াছেন।’







এ প্রস,ঙ্গে বিচারপ,তি মামুনুন রহমান বলেন, আগা,ম জা,মিনের বিষ,য়গুলো ভুলবশত কার্য,তালিকায় এসেছে। আমাদের নির্দেশনা ছিল, এগুলা ভবিষ্যতে আসবে। তাই আজকের কার্য,তালিকায় থাকা ১৩ থেকে ২৭ পর্যন্ত আগাম জামি,ন আবে,দনের শুনানি হবে না।







তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতে কোনো আগাম জা,মিনের শুনানি হবে না। বিচারাধীন আপিলে কোনো জামিন আবেদনেরও শুনানি হবে না। এর আগে যে,গুলো শু,নানি করা হয়েছে তা আগামী রোববার প্র,ত্যা,হার করা হবে।
এর আগে বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাই,কোর্টে আগা,ম জামি,ন আবেদন করেন বসু,ন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।







গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লা,শ উদ্ধা,র করে পু,লিশ। এ ঘটনায় গুলশা,ন থানায় আন,ভীরকে আসা,মি করে মা,ম,লা ক,রেন তার বড় বোন নুসরাত জাহান। মামলায় আ,ত্মহ,ত্যা,য় প্র,রোচনা,র অভি,যোগ আনা হয়।






