






করোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত ভারতের পাশে দাঁড়াতে বিশাল অঙ্কের অনুদান জড়ো করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস। সাঞ্জু স্যামসন, মুস্তাফিজুর রহমান, জস বাটলাররা নিজেদের অর্থায়নে এই তহবিল গঠন করেছেন। ভারতের করোনা পরিস্থিতি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে নাজুক।







আক্রান্ত আর মৃতের সংখ্যা প্রশমিত করতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। হাসপাতালে চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। এমনকি শেষকৃত্য সম্পন্ন করতেও হিমশিম খাচ্ছেন ক্ষতিগ্রস্ত স্বজনরা। এমন পরিস্থিতিতে সংকট মোকাবেলায় অর্থাৎ ভারতের করোনা মোকাবেলায় ৭.৫ কোটি রুপি বা সাড়ে ৮ কোটি টাকা অনুদান দিচ্ছে রাজস্থান রয়্যালস।
বৈশ্বিক মুদ্রায় তা এক মিলিয়ন ডলারেরও কিছু বেশি। এই অর্থ জোগাড় করা হয়েছে রাজস্থান রয়্যালসের সব খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও মালিক পক্ষের অনুদানে। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উদ্যোগে এই বিপুল পরিমাণ অর্থ করোনা মোকাবেলার কাজে ব্যয় করা হবে।







এক টুইট বার্তায় রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বলা হয়, ‘রাজস্থান রয়্যালস তাদের মালিক, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের পক্ষ থেকে ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিচ্ছে। রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট এই উদ্যোগ বাস্তবায়িত করবে।’