






দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। গত এক বছর থেকে সম্মুখ সারির এই যোদ্ধারা দিন রাত এক করে সেবা দিয়ে যাচ্ছেন। করোনা বেড়ে যাওয়ায় এই কষ্ট বেড়েই চলেছে।
দিন রাত এক করে পরিশ্রম আর এতো এতো মানুষের কান্না আহাজারি আর লাশের সারি চিকিৎসকদের মানসিকতায় প্রভাব ফেলেছে। তবুও সরে দাঁড়াননি কেউ লড়ছেন নিজের মতো করেই।







আজ সোমবার (২৬ এপ্রিল) নিজের ফেসবুকে ডা. শাশ্বত চন্দন একটি ভিডিও পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, কোভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন্য সার্জনদের নাচ।
তবে নিজেদের মনোবল ধরে রাখতে এবার ভিন্ন প্রন্থা বেছে নিয়েছেন তারা। এর আগে ভারতীয় চিকিৎসকদের পিপিই পরা নাচের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা রীতিমতো ভাইরাল।






