রোববার দুপুরে করো’নাকালীন ডিউটি শেষে বাসায় ফেরার পথে এলিফ্যান্ট রোডে তার গাড়ি থামান নিউমা’র্কেট থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা এস এ কাইয়ুম। তার







গাড়িতে সাঁটানো বঙ্গবন্ধু মেডিক্যালের স্টিকার, গায়ে চিকিৎসকদের পরা অ্যাপ্রোন।তবু তার কাছে পরিচয়পত্র চাওয়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উচ্চস্বরে কথা বলতে
থাকেন দুই জনই। ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।ওই চিকিৎসক তখন গাড়ি থেকে বের হয়ে এলে পুরো বিষয়টি ভিডিও করেন সেখানে উপস্থিত







গণমাধ্যমকর্মীরাও।পরে ভিডিও কে’টে সেগুলো আপলোড করা হয় ফেসবুক পেজে। বঙ্গবন্ধু মেডিক্যালের সহযোগী অধ্যাপক ডা. জেনি বলেন, ‘আমি খুব ক’ষ্ট
পেয়েছি। ডাক্তার হিসেবে যদি এই সম্মান পাই তবে আমা’র কিছু বলার নাই।’তিনি বলেন, ‘আমা’র বাবা বীর বিক্রম। আমা’র বিদেশে যাওয়ার অনেক সুযোগ ছিল।







আমা’র আব্বা এই দেশে রেখেছে। ‘আমা’র গায়ে সাদা এপ্রোন, আমা’র গাড়িতে বিএসএমএমইউ এর ডিরেক্টররের সাইন করা পাস, বিএসএমএমইউ এর লোগো আর







তারা আমাকে বলে আপনার আইডি কার্ড কোথায়? আপনার মুভমেন্ট পাস কোথায়? ডাক্তারের আইডি কার্ড, ডাক্তারের মুভমেন্ট পাস! কোথায় সম্মান করা হবে সেখানে আমাকে বলে আমি নাকি পাপিয়া।’