






কমপক্ষে ২০ ঘণ্টা কেটে যাচ্ছে লা’শ চি’তায় তু’লতে। শ্মশা’নে শ্ম’শানে ঘুরে সিরিয়াল না পেয়ে বরফ চাপা দিয়ে ৪৮ ঘণ্টারও বেশি সময় বাড়িতে রাখতে হচ্ছে লা’শ। কু’কুরের দে’হ পোঁ’তার জা’য়গা ব্যবহার করা হচ্ছে মানুষকে দা’হ করার জন্য। সৎ’কারের জন্য রাখা সারি সারি লা’শে কুকুরকেও হা’ম’লা চা’লাতে দেখা গেছে।







প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি গাজি’য়াবাদ জেলা আদালতের এক কর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল হিন্দোন শ্ম’শানে। মৃ’ত ব্য’ক্তির সহকর্মী ত্রিলোকী সিংহ জানিয়েছেন, তারা সকাল ৮টায় পৌঁছনোর পর টোকেন দেওয়া হয় বেলা দশটার। কারণ লম্বা লাইন পড়েছে। পরে সেই টোকেন বদলে নতুন সময় দেওয়া হয় সন্ধ্যা ৬টায়। এ সময় তারা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।







হঠাৎই এক স্থানীয় ব্যক্তি এসে খবর দেন, রাস্তার কু’কুর এসে মৃ’তদে’হ ছিঁ’ড়ে খা’চ্ছে। দৌড়ে যান তারা। সেই ছবি ও খবর প্রকাশ হওয়ায় দিল্লি সরকারকে অস’স্তিতে ফে’লেছে। ছবিটি শেয়ার করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এক টুইটে লিখেছেন, মানুষের দে’হের উপ’র দাঁড়ানো কোনো সরকার মজবুত হতে পারে না। অ’ন্তিম সং’স্কারের জন্য এই অন্তহীন অপেক্ষা শা’সকের পাষাণ হৃদ’য়কেই তুলে ধরছে।