আ,গ্রাসী অধি,নায়ক হিসেবে খ্যাতি কুড়ি,য়েছেন বিরাট কো,হলি। বদ মেজাজেও কম যান না। তবে হঠাৎ কি এমন হলো যে রয়েল চ্যালে,ঞ্জার্স ব্যাঙ্গা,লুরু দলের এক সদস্যকে প্লেন থেকে ফেলে দেয়ার হুমকি দিলেন অধি,নায়ক বিরাট!! যুজবে,ন্দ্র চাহাল তো নিয়ে তাকে টয়লে,টেই বন্দি করে দিলেন।







আসল ঘটনা ততটা সিরি,য়াস না। বায়ো বাবলে প্লেয়া,ররা যাতে অতি,রিক্ত ক্লান্ত না হয়ে উঠেন তার জন্য সবা,ইকে চাঙা রাখতেই আর,সিবি দলের সঞ্চা,লক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কমে,ডিয়ান দানিশ শেঠ,কে। যিনি আসলে ‘মি,স্টার নাগস’ নামেই পরি,চিত।







আরসি,বির মুম্বাই যাওয়ার পথে পুরো দলকে হাসি ঠা,ট্টায় মাতিয়ে রাখার প্রচে,ষ্টা করে,ছেন তিনি। আর সেই ভিডি,ওই মূলত শেয়ার করা হয়েছে তাদের সো,শ্যাল মিডি,য়ায়। যাত্রার এক পর্যায়ে তিনি প্লেয়া,রদের কাছে অদ্ভুত এক প্রশ্ন রাখেন। দানিশ জানান তাদে,র দল তো ৩ ম্যাচের সবক,টিই জিতেছে, এখন তাদের মু,ম্বাই গিয়ে বাকি ম্যাচ না খেলে ব্যাঙ্গা,লোরে ফিরে গেলে কেমন হয়?







কোহ,লিকে ডেকে তাঁকেও জি,জ্ঞেস করেন, “আমরা এখন পয়েন্ট তালি,কার শী,র্ষে। চলো এখানেই টুর্না,মেন্ট শেষ করে দিয়ে বেঙ্গা,লুরু ফিরে যায়।” হাসতে হাসতে কোহ,লি সতী,র্থদের বলেন, “প্লেন থেকে একে ছুঁড়ে ফেলে দাও।” এর পর যুজ,বেন্দ্র চা,হালের কাছে যান দানিশ। চাহাল বলেন, “মাথা খারাপ হয়ে গি,য়েছে? একে কেউ টয়,লেটে আ,টকে দাও।” যেমন কথা, তেমন কাজ। দানি,শকে সত্যি সত্যি,ই শৌ,চাগারে বন্ধ করে দেওয়া হয়। পু,রোটাই ছিল মজা,র একটি ভিডিও।







সো,শ্যাল সাই,টে এই ভিডিও শে,য়ারের পর পরই ভাই,রাল হয়ে গেছে যেটি। ভিডি,ওর মতই খোশ মেজা,জে আরসি,বি। কারণ, তাদের ইতি,হাসে এবা,রই প্রথ,মবার তারা প্র,থম ৩ ম্যা,চের সবক,টিতেই জয় পেয়েছে। ২২ এপ্রিল বি,রাট কোহ,লিদের পরের ম্যাচ রাজস্থান রয়ে,লসের বিরুদ্ধে।






