






মো. মাসুম বিল্লাহ (২৬)। ৬ মাসের অ’ন্তঃস’ত্ত্বা স্ত্রী ও ৩ বছরের এক ছেলেসহ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি শহরের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহরের পোস্ট অফিস সংলগ্ন একটি পাঞ্জেগানা মসজিদে মাগরিবের নামাজ শেষে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিলেন।
এ সময় কেজি স্কুলের সামনে তিন যুবককে বহনকারী বে’পরো’য়া মোটরসাইকেলের আ’ঘা’তে মা’রাত্ম’ক জ’খ’ম হন তিনি। রাতে ঢাকার একটি হাসপাতালে নিলে তার মৃ’ত্যু হয়। সোমবার সকালে মৃ’ত মাসুম বিল্লাহকে তার গ্রামের বাড়িতে পারিবারিক ক’বরস্থা’নে দা’ফন করা হয়েছে। ওই রাতেই দেনায়েতপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে বখাটে সাইদসহ তার তিন বন্ধুকে না পেয়ে তাদের মোটরসাইকেল থা’নায় আ’টক রেখেছে পুলিশ।







নি’হ’ত ইমাম মো. মাসুম বিল্লাহ উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামের কৃষক ওসমান গনির ছোট ছেলে। তারা তিন ভাই-এক বোন। মাহফুজ নামের মুসুল্লিসহ-কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মাসুম বিল্লাহ গত এক বছর এ মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদের ৪০০ গজ দুরেই তার ৬ মাসের অ’ন্তঃস’ত্ত্বা স্ত্রী ও তিন বছরের এক শিশু মেয়ে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন।







রোববার সন্ধ্যায় মসজিদে ইফতার ও নামাজ পড়ে বাইসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। রায়পুর থা’নার ওসি আবদুল জলিল বলেন, মসজিদের ইমামের মৃ’ত্যুটি ক’ষ্টদায়ক। গরিব মানুষ হওয়ায় ও অ’ভিযোগ না থাকায় দা’ফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘ’টনায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।