তুমুল আলোচিত তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশীদ মিথিলা। দুই বাংলার জনপ্রিয় দম্পতি হিসেবে সমাদৃত এই দুজন। হাজারো ঝ’ড় মো’কাবিলা করার পর দুজন এক হয়েছেন।







পেতেছেন সু’খের সংসার। তাইতো আলোচনা-স’মালোচনা সবসময় ঘিরে থাকে এই দুজনকে। তাদের নিয়ে ভক্তদের আ’গ্রহ তুঙ্গে থাকে সবসময়ই।
তাদের বিয়ের পর পরই ক’রোনাভা’ইরাসের কারণে লকডাউন শুরু হয়ে যায়। দুজন রয়ে যায় দুই দেশে। প্রেম ভালোবাসা আবদার সব কিছু প্র’কাশ ক’রতেন একমাত্র ভিডিও কল ও সোশ্যাল মিডিয়াতেই।







এর পর লকডাউন হালকা হতেই মে’য়েকে স’ঙ্গে নিয়ে সোজা কলকাতায় চলে যান মিথিলা। এখন তারা স্বা’মীর স’ঙ্গেই রয়েছেন তিনি। আয়োজন চলছে পূজাকে কে’ন্দ্র করে।







তবে ক’রোনার কারণে এবারের পূজা কাটবে বাড়িতেই। খুব একটা বাইরে যাওয়ার সুযোগ হবে না। এর মধ্যেই ঘরে নতুন সদস্যের আগমনের খবর জা’নালেন সৃজিত-মিথিলা।







মূ’লত ঘরব’ন্দীর এই সময়টা বড়রা কোনোমতে সয়ে গেলেও বাড়ির ছোটদের জন্য খুব ক’ষ্টের। তাই নিজেদের মে’য়ের সময় কা’টাতে তারা ঘরে এনেছেন নতুন দুই সদস্য। মিষ্টি দুটি কচ্ছপ ছানা কিনে এনেছেন সৃজিত-মিথিলা।







তাদের মে’য়ের জন্যই এই ছানাদের নিয়ে এসেছেন তারা। মিথিলা ট্যুইটারে কচ্ছপের ছবি শেয়ার করে লেখেন, ‘আমাদের পরিবারের নতুন সদস্যদের স’ঙ্গে আলাপ করুন। হ্যারি এবং হার্মোনি।’