২০ এপ্রিল মঙ্গল,বার রাত ১০ টার পর মু,ফতি গিয়াস উদ্দিন তাহেরি তার ভেরি,ফাইড ফেসবুক পেজে একটি মন্ত,ব্য শেয়ার করেন। তিনি লেখেন, ‘একজ,নের জন্য অনেক মায়া হয়।’ তবে ভক্ত,দের তিনি রহস্যে রাখে,ননি। ওই কথার নিচেই তিনি লিখে,ছেন, ‘গত দুই দিনের আ,ল্টি,মেটাম।’







গত ১৭ এপ্রিল মুফ,তি গিয়াস উদ্দিন তাহে,রি তার ফেসবুক পেজে ৮ মিনিট ১৮ সেকে,ন্ডের একটি ভিডিও শে,য়ার করেন। ভি,ডিওর বিষয়,বস্তু ছিলো জন,প্রিয় মুফা,সসির ড. এনায়ে,তুল্লাহ আব্বা,সীকে দুই দিনের আল্টি,মেটাম। ভিডি,ওতে মুফতি গি,য়াস উদ্দিন তাহেরি ড. এনায়ে,তুল্লাহ আব্বা,সীর সমালো,চনা করে বলেন, ‘ড. এনায়ে,তুল্লাহ আব্বাসী একটি মাহ,ফিলে আ,ল্লাহর শানে কুফ,রি বাক্য উচ্চা,রণ ক,রেছেন। তিনি বলেছেন, আল্লাহ ‘মানু,ষের রুহের মত রব’।







ড. তাহেরি এনা,য়েতুল্লাহ আব্বা,সীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আপ,নাকে দুই দি,নের আল্টি,মেটাম দিয়েছি। ১৭ ও ১৮ এপ্রি,লের মধ্যে যদি আপনি আপ,নার বক্তব্যের ব্যাখ্যা না দেন কিংবা জাতির কাছে, আ,ল্লাহর কাছে ক্ষমা না চান তাহলে ১৯ এপ্রিল জাতীয় ফ,তোয়া বোর্ড থেকে আপনাকে যথাযথ ফতোয়া শোনানো হবে।’







১৯ এ,প্রিলে ফ,তোয়া দেওয়ার কথা থাক,লেও আজ ২০ এপ্রিল পর্যন্ত কোনো ফতোয়া দেননি মুফতি গিয়াস উদ্দি,নদের গঠিত জা,তীয় ফতোয়া বোর্ড। ড. এনায়ে,তুল্লাহ আব্বা,সীর পক্ষ থেকেও কোনো প্রতি,ক্রিয়া না জানা,নোয় এমন স্ট্যা,টাস দি,য়েছেন মুফতি তা,হেরি। স্ট্যা,টাসের সঙ্গে নিজের একটি ছবিও পো,স্ট করেন তিনি।






