বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, যারা এত ইবাদাতের কথা বলেন, শেখ হাসিনার মত ইবাদত কেউ করে না। সম্প্রতি ডিবিসি নিউজের একটি টক শোতে আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের দেশের দুইজন শীর্ষ নেতা এরা মহিলা, এরা মুসলমানদের নেতা। এক নাম্বারে আছেন শেখ হাসিনা, লক্ষকোটি মুসলমান উনার সমর্থক। এরপরই হচ্ছে খালেদা জিয়া। শেখ হাসিনার দৈনন্দিন জিবন দেখেন, ১২ বছর খুব কাছ থেকে দেখেছি, যারা এত ইবাদাতের কথা বলেন, শেখ হাসিনার মত ইবাদত কেউ করে না।
ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে আপলোডকৃত তিন মিনিটের ভিডিওতে শেষের দিকে তিনি এ মন্তব্য করেন, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
আরো পড়ুন>> রাজধানীর পল্টন থানায় হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়।
সেই মামলায় আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোররাতে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে গ্রেফতার করা হয়। র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একই দিন বিকালে খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেফতার করা হয়।
এছাড়া মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করে র্যাব। সম্প্রতি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে।
আরও পড়ুন