দেশে মহামা’রি করোনা সংক্রমণ ও মৃ’ত্যু ভ’য়াবহ পরিস্থিতি বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃ’ত্যু হয়েছে এই ভাইরাসটিতে। গতকালও (শুক্রবার) ১০১ জন মা’রা গেছেন। এ অবস্থায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক স’প্ত াহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের কাছে। ক;রোনা নিয়ন্ত্রণে সরকার গঠিত জাতীয়







কারিগরি পরামর’্শক কমিটি এই প্রস্তাব দিয়েছে। ফলে করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক স’প্ত াহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মক’র্তা বলেন, করোনার সংক্রমণ বেশি থাকায় চলমান লকডাউন আরও এক স’প্ত াহ বাড়তে পারে। তবে







লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করতে এ বি’ষয়ে আগামী সোমবার সভা ডাকা হয়েছে। সেখানেই লকডাউনের বি’ষয়ে পরবর্তী সি’দ্ধান্ত হবে বলে জানান তিনি। জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউন বাড়ানোর পরামর’্শ আছে। এ বি’ষয়ে চূড়ান্ত সি’দ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ এপ্রিলের







সভার পর ওই দিন বা ২০ এপ্রিল কী হবে, তা জানিয়ে দেওয়া হবে। এদিকে শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেন, ‘ক;রোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন চলছে। সরকার সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। এটা সংক্রমণ নিয়ন্ত্রণে যথে’ষ্ট নয়। করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি লকডাউন আরও বাড়ানো উচিত।’ গত বছরের ৮ মা’র্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানায় সরকার। করোনায় প্রথম মৃ’ত্যু হয়







১৮ মা’র্চ। এরপর সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ২৬ মা’র্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছিল। কয়েক দফায় বাড়িয়ে টানা ৬৬ দিন সাধারণ ছুটি ছিল। একপর্যায়ে করোনার সংক্রমণ কমেও গিয়েছিল। কিন্তু গত মা’র্চ মাস থেকে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। পরপর দুদিন করোনায় সংক্রমিত হয়ে ১০১ জন করে মা’রা গেছেন। এমন







পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউয়ের করোনা সংক্রমণ ঠেকাতে ৫ থেকে ১১ এপ্রিল সাত দিন বিধিনিষে’ধ আরোপ করে লকডাউন বলবৎ করে সরকার। শুরুতে গণপরিবহন বন্ধ রাখা হলেও পরে মহানগরগু’লিতে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। শেষ দিকে এসে সময় বেঁধে দিয়ে দোকানপাট ও শপিং মল খোলা রাখারও সি’দ্ধান্ত আসে।







পরে সরকারের সেই সি’দ্ধান্ত আরও দুদিনের জন্য বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল কঠোর বিধিনিষে’ধসহ
লকডাউন আরোপ করা হয়। চলমান লকডাউনে সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। তবে আর্থিক







প্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রাথমিক সি’দ্ধান্ত থাকলেও পরে সেখান থেকে সরে আসে সরকার। সরকারি ছুটির দিন ছাড়া সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার সি’দ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাংক। সং,ক্রমণ ঠেকাতে মসজিদে মুসল্লির সংখ্যাও বেঁধে দেয়া হয়েছে। সি’দ্ধান্ত হয়, একটি মসজিদে জামায়েতে ২০ জনের বেশি







নামাজ আ’দায় করতে পারবেন না। বুধবার থেকে সারা দেশে ‘সর্বাত্মক’ লকডাউন শুরুর আগে ১২ এপ্রিল সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞ’প্ত িতে সরকারের এ সি’দ্ধান্তের কথা জানানো হয়। ‘যেখানে বলা হয়েছে, মাহে রমজানে তারাবির নামাজের ক্ষেত্রেও এই বিধিনিষে’ধ প্রযোজ্য হবে।







নামাজের খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমর’াও এই ২০ জনের মধ্যেই পড়বেন।