






দেশের সকলের প্রতি একটি অনুরোধ জানালেন খালেদা জিয়া। করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সবাইকে প্রপারলি মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে তাকে উদ্ধৃত করে এ তথ্য জানান ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, একটু আগেও যখন তিনি (খালেদা জিয়া) বলছিলেন, তিনি টেলিভিশনে দেখেন “অনেকে মাস্ক মুখ থেকে নামিয়ে কথা বলে, সিনিয়র নেতারাও আছে। তারা মাস্ক নামিয়ে কথা বলে, গলায় ঝুলিয়ে কথা বলে। একটু আগেই উনি বলেছেন, যে ‘মাস্ক যদি পরেই, সবার একদম প্রপারভাবে মাস্ক পরা উচিত”।







গুলশানে বিএনপি প্রধানের বাসা ‘ফিরোজা’র সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডা. এফ এম সিদ্দিকী। এসময় তার সঙ্গে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. মামুন ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।