একটা ছেলের প্রতি একটা মেয়ের আকর্ষণ থা-কবে এ মনটা খুব স্বাভাবিক । বিপরীত লিঙ্গের প্রতি একটা অনুভূতি কাজ করে একথা আমরা সকলেই জানি এবং সেই অনুভূতির জন্যই সৃষ্টি হয়েছে ভালোবাসা , প্রেমের । যার ফলে আমাদের আশেপাশের পরিবেশ এত রঙিন হয়ে উঠেছে ।







কিন্তু কখনও কখনও এই রঙিন পরিবেশ সাদাকালোতে পরিণত হয় যখন এই ধরনের কাজকর্ম প্রকাশ্যে উঠে আসে । শ-রীরের মধ্যে যৌন খিদে যৌন ভাব থাকবে এমনটাই স্বাভাবিক । এটা সুস্থ মস্তিস্কের এবং সুস্থ স্বাভাবিক মানুষের অন্যতম পরিচয় ।







কিন্তু কখনও কখনও এই যৌন-তার এতটা পরিমাণ ভয়ঙ্কর হয়ে যায় যে স্থান পাত্র কিছুই তখন মাথায় থাকে না । এবং এই লালসার বশবর্তী হয়ে দেশে একের পর এক অপরাধ মূলক কাজের সংখ্যা বেড়ে চলেছে ঘটনা প্রথম নয় । এর আগে বহুবার হয়েছে।







সম্প্রতি একটি ঘটনা ফেসবুকের মাধ্যমে ব্যা-পক পরিমাণে মাথাচাড়া দিয়ে উ-ঠেছে সেখানে দেখা যাচ্ছে যে এক যুবক এবং যুবতী ঘনিষ্ঠ মুহূর্তে তৈরি করার সময় ধরা পড়েছে গ্রামবাসীদের কাছে এবং সেই গ্রামবাসীরা কোনো রকম কোনো তর্ক বিতর্ক এবং ঝামেলায় না গিয়ে একে অপরের সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ।







এবং অবশেষে সেটি সম্পন্ন হয় । ভিডিও তে দেখা যায় যে যুবকটি রীতিমতো কাঁ-দতে কাঁ-দতে মেয়েটির সিঁদুর পরিয়ে দিচ্ছে অর্থাৎ এই বিয়েতে তার মত নেই । কিন্তু এই ধরনের কাজকর্ম করার জন্য এবং একটি মে-য়ের স-র্ব-না-শ ক-রার জ-ন্য সেই মেয়ের বাকি জীবনের দায়িত্ব তাকে নিতে হবে এমনটা বক্তব্য গ্রামবাসীর।







যদিও এই ঘটনাকে অনেকে ধি-ক্কার জা-নি-য়েছে । কিন্তু গ্রামবাসীর এই সিদ্ধান্তকে অনেকে সাধুবাদ জানিয়েছেন । এভাবেই যারা মেয়েদের জীবন ন-ষ্ট ক-রতে চা-ইবেন তাদের সাথে সেই মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে তাহলে হয়তো এই নোং-রা স-মাজ কিছুটা হলেও পরিষ্কার হবে ।






