রং নম্বরে পরিচয়। প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভনে ধ’র্ষ’ণ করে চলে যাওয়ার সময় ঝা’পটে ধরে চিৎকার দেয় ধ’র্ষি’তা মাদরাসা ছাত্রী (১৫)।







পরে বাড়ির লোকজন ধ’র্ষ’ককে আ’টক করে আ’টকে রাখে। এ ঘটনায় ধ’র্ষ’ককে ছাড়িয়ে নিতে ধ’র্ষি’তার বাড়িতেই হা’মলা চালালে দুই ইউপি সদস্যসহ আ’হত হন কমপক্ষে পাঁচজন।







পরে স্থানীয় চেয়ারম্যানের খবরে পুলিশ এসে অভি’যু’ক্ত ধ’র্ষ’ককে আ’টক করে নিয়ে যায়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃ-দেবস্থান গ্রামে।







এ ঘটনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ধ’র্ষি’তার বাবা বা’দী হয়ে মা’মলা করেন। পরে আট’ককৃত পুলিশ সদস্যকে গ্রে’ফতার দেখিয়ে আ’দালতে পাঠানো হয়েছে।আ’টক পুলিশ সদস্য মো. ইজাদুল হক ওরফে রতন (২১) উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃ’ত আজিজুল হকের ছেলে।







স্থানীয় সুত্র ও ধ’র্ষতা’রার পরিবারিক সূত্রে জানা যায়, রতনের সঙ্গে রঙ নম্বরে পার্শ্ববর্তী রাজিপুর ইউনিয়নের ওই ছাত্রীর সাথে পরিচয় হয়। পরে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়।গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন রতন। গত এক মাস ধরে তিনি বাড়িতে ছুটিতে আছেন। মঙ্গলবার রতন ছাত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে সন্ধ্যার পর তার বাড়িতে যান।







থানায় অবস্থান করা ছাত্রী জানায়, রাত ৮টার দিকে ঘরের পিছনে এসে পরদিনই বিয়ের কথা বলে তাকে বাহিরে নিয়ে আসে। এক পর্যায়ে তাকে ধ’র্ষ’ণ করে চলে যেতে চায়।এ সময় বিয়ের কথা বললে ধ’র্ষ’ক রতন তাকে বলে, ‘এখন বিয়ে করলে চাকরির সমস্যা হবে।’ এক বছর পরে বিয়ে করবে। এতে সে রতনকে ঝা’পটে ধরে চিৎ’কার দেয়। পরে পরিবারের লোকজন এসে একটি ঘরে নিয়ে আ’টকে রাখে।







ছাত্রীর বাবা জানায়, তাঁর ছেলেও একটি থানায় কনস্টেবল পদে চাকরি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার বেশ কয়েকজনকে জানালে তাঁরা ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টাকালে ধ’র্ষ’ণে অ’ভিযু’ক্ত রতনের লোকজন উপস্থিত লোকজনের ওপর অ’র্তকি’তে হা’মলা চালায়।







এ সময় স্থানীয় ইউনি সদস্য সামছুল হক ও মো. ইস্রাফিল হোসেনসহ কমপক্ষে পাঁচজনকে আ’হত করে। খবর পেয়ে স্থানীয় রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাব্বিরুল ইসলাম এসে পুলিশে খবর দেয়।







ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, নি’র্যাত’নের শি’কার মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে ধ’র্ষ’ণ মা’মলা করেছেন। ধ’র্ষি’তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার হাসপাতালে পাঠানো হবে।






