পাবনা জেলার ঈশ্বরদীতে ছাগলের গর্ভে মহিষের বাচ্চা প্রসবের খবর জানা গেছে।
আজ বুধবার (১৭ পেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর উপজেলার জয়নগরে ওয়াবদা গেটের সামনে বুলবুল ডাক্তারের বাড়িতে বিরল এ ঘটনা ঘটেছে।







জানা যায়, ছাগলের গর্ভ থেকে ৩টি মহিষের বাচ্চা জন্ম নিয়েছে, এমন খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। এমন দুর্লভ দৃশ্য এক নজর দেখতে লোকজন ভিড় জমাচ্ছে বুলবুল ডাক্তারের বাড়ি।







ডাক্তারের এক প্রতিবেশী মঞ্জুরুল আলম সংবাদমাধ্যমকে জানান, বাচ্চাগুলো দেখতে মহিষের বাচ্চার মতোই।







সংবাদকর্মী সরজমিনে গিয়ে দেখা পায়, ছাগলের প্রসবকৃত বাচ্চাগুলোর মুখ ও পা মহিষের আকৃতির। তবে সেগুলো আকৃতিতে ছোট। দেখতে অবিকল মহিষের মতো। বাচ্চাগুলো জীবিত থাকলেও শারীরিকভাবে দুর্বল। এগুলো মহিষের বাচ্চা কি-না তা নিশ্চিত হতে আরো অপেক্ষা করতে হবে।