হেলিকপ্টার কিনতে ঋ’ণ চাইলেন রাষ্ট্রপতির কাছে!হেলিকপ্টার কিনবেন তিনি। কিন্তু তার সে সামর্থ্য নেই। আর তাই রাষ্ট্রপতির কাছে লোন চেয়ে আজব আবদার করে বসলেন।রোববার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে,







ঘ’টনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বরখেদা এলাকায়।ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মধ্যপ্রদেশের বরখেদা গ্রামের বাসিন্দা বাসন্তী বাঈ চেয়ে বসেছেন হেলিকপ্টার কেনার ঋ’ণ। এই ঋ’ণ চেয়ে তিনি যে চিঠি রাষ্ট্রপতিকে লিখেছেন তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।







প্রতিবেদনে বলা হয়েছে, ওই গ্রামে কিছুটা চাষের জমি রয়েছে বাসন্তীদেবীর। তাতে ফসল ফলিয়ে কোনোমতে সংসার চলে তার। কিন্তু বেশ কয়েক বছর ধরে চাষ করতে পারছেন না তিনি।







বাসন্তীর অভিযোগ, প্রতিবেশীর জমিতে থাকা রাস্তার উপর দিয়ে বাসন্তীকে তার জমিতে যেতে হয়। কিন্তু প্রতিবেশী রাস্তা আ’টকে রাখায় নিজের জমিতে যেতে পারছেন না তিনি। অনুনয়-বিনয় করেও লাভ হয়নি তার। আর তাই তিনি এই অভিনব পন্থা বেছে নিয়েছেন।







গ্রাম পঞ্চায়েতেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাতেও কোনো সুরাহা হয়নি। স্থানীয় থানাতেও অভিযোগ জানিয়েছিলেন বাসন্তী। সেখান থেকেও তাকে নিরাশ হয়ে আসতে হয়। শেষে তিনি ঠিক করেন রাষ্ট্রপতির কাছে সাহায্য চাইবেন।







এক টাইপিস্টের সাহায্য নিয়ে রামনাথ কোবিন্দকে চিঠি লেখেন মধ্যপ্রদেশের এই বাসন্তী। সে চিঠি রাষ্ট্রপতির কাছে না পৌঁছালেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমেও খবরটি ছড়িয়ে পড়ে। এরপরই সেখানকার স্থানীয় বিধায়ক যশপাল সিং এই ঘ’টনার প্রতিক্রিয়া জানান। তিনি জানান,







ম’হিলার অভিযোগ যদি সত্যি হয় তাহলে অবশ্যই তিনি সুবিচার পাবেন। নিজে এই বি’ষয়টি খতিয়ে দেখবেন বলে জানান যশপাল সিং। প্রয়োজনে প্রতিবেশীর স’ঙ্গে কথা বলবেন তিনি। যাতে হেলিকপ্টার না পেলেও নিজের জমিতে যাওয়ার অধিকার পান বাসন্তী বাঈ।