সহবাস করতে গিয়ে গলায় চাপ পড়েছিল তরুণীর, তাতেই শ্বাসরোধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় এক বছরেরও বেশি সময় পর যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতীয় পুলিশ। ভারতের মুম্বাইয়ে ২০১৭ সালের মার্চ মাসে এ ঘটনা ঘটে।







পুলিশ জানায়, ওই বছরের মার্চ মাসে ওরিরন ইয়াকভ নামের এক ইসরায়েলি যুবক তার প্রেমিকাকে নিয়ে ভারতে বেড়াতে আসেন। ঘটনার দিন মুম্বাইয়ের কোলাবার হোটেলে ছিলেন তারা।







ওই দিন রাতে সহবাসের সময় উত্তেজনাবশত তার প্রেমিকার গলায় চাপ পড়ে। কিছু সময় পর ইয়াকভ বুঝতে পারেন যে তার প্রেমিকা নড়াচড়া করছেন না। তখন ইয়াকভ হোটেল কর্মীদের খবর দিলে কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানায়।







পুলিশ এসে হোটেল কক্ষ থেকে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর লাশটির ফরেনসিক তদন্তের সিদ্ধান্ত নেয় পুলিশ। কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহের পর তরুণীর মৃতদেহ নিয়ে ইসরায়েল ফিরে যান ইয়াকভ। পরে সেখানে তরুণীর পরিবারের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করেন।







সম্প্রতি সেই মৃত্যুর ফরেনসিক রিপোর্ট হাতে পায় পুলিশ। এর আগে ওই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছিল পুলিশ। কিন্তু ফরেনসিক রিপোর্টে দেখা যায়, শ্বাসরোধেই তরুণীর মৃত্যু হয়েছে। তাই ইসরায়েলে ওই তরুণের নামে একটি অনিচ্ছাকৃত হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা







আরো খবর পড়ুনঃ
২২ মাস শারীরিক সম্পর্ক করেনি স্ত্রী, স্বামীর আত্মহত্যা!
স্বামী আত্মহত্যা করার ঘটনায় ৩২ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই নারী বিয়ের পর ২২ মাস কেটে গেলেও স্বামীর সঙ্গে সম্পর্কে জড়াননি। মৃত্যুর আগে তার স্বামী অভিযোগ করেছেন, বিবাহিত জীবনে বিশেষ সম্পর্কে না জড়াতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।







এ ঘটনায় পুলিশ মানিনগরের ওই নারীকে আটক করেছে। মৃতের মায়ের অভিযোগর ভিত্তিতেই অভিযুক্ত গীতা পারমারকে আটক করা হয়।
পুলিশ বলছে, মৃত সুরেন্দ্র সিনহা রেলে চাকরি করতেন। ২০১৮ সালের অক্টোবরে তাদের বিয়ে হয়। এর আগে ২০১৬ সালে সুরেন্দ্রর প্রথম স্ত্রীকে তালাক দেন। এদিকে গীতা আরো দুইবার তালাকপ্রাপ্তা।







মৃতের মা অভিযোগে বলেছেন, আমার ছেলে আর তার বউ আলাদা বিছানায় ঘুমাতো। এ ব্যাপারে আমার ছেলের কাছে জানতে চাইলে সে বলেছে, স্বামী হিসেবে সে কোনো অধিকারই পায়নি।







তিনি আরো বলেছেন, স্ত্রীর কাছ থেকে অধিকার না পেয়ে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এছাড়া যে কোনো সামান্য ইস্যু নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। কিছু হলেই গীতা বাপের বাড়ি চলে যেত। এসব সহ্য করতে না পেরে আমার ছেলেটা আত্মহত্যা করল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরো খবর পড়ূন







হাতে লেখা ‘বিসমিল্লাহ’, ভারতে কাটা হলো মুসলিম যুবকের হাত
হাতের ট্যাটুতে লেখা ৭৮৬। এই সংখ্যাটি ‘বিসমিল্লা’ শব্দেরই প্রতিরূপ ধরা হয়। এটা দেখে এক মুসলিম যুবকের হাত কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।







এ ঘ’টনা ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথে। এ ঘ’টনা ঘটে গত ২৪ আগস্ট। ৭ সেপ্টেম্বর মা’মলা হলে এ ঘ’টনা জানাজানি হয়। খবর- নিউজ ১৮, ইন্ডিয়া.কম।







জানা যায়, ২৮ বছর ব’য়স ইখলাখ সালমানি। পেশায় একজন নাপিত। ল’কডা’উনে কাজ নেই তাই সাহা’রানপুর থেকে পানিপথে রওনা হন। ৩৩ কিলোমিটার চলার পর রাতে কৃষ্ণপুরে আশ্রয় নেন এক পার্কে। রাতের অন্ধকারে তার নাম পরিচয় জানতে চায় দুই যুবক। ইখলাখ অভি’যোগ করে, নাম বলতেই তাকে মা’রতে থাকে।







এরপর মা’রের কারণে দীর্ঘক্ষণ জ্ঞান হা’রানো’র পর চেতন ফিরে পানি চান। এসময় ইখলাখের হাতে ট্যাটুতে লেখা ৭৮৬ দেখে হাত কে’;টে নেয় ওই যুবকেরা। এরপর ইখলাখকে ফে’লে আসা হয় কিষাণপুর রেল স্টেশনের ধারে। পরদিন জ্ঞা’ন ফিরলে ইখলাখ পথচা’রীদের সাহায্যে বাড়িতে খবর দেন।







তবে পানিপথ পু’লিশ জানায়, ইখলাখের বি’রু’দ্ধে শি’শু যৌ’ন হয়’রা’নির অভি’যোগ পাওয়া গেছে। সাত বছরের শি’শু যৌ’ন হয়’রা’নির সময় ধরা পরে। পা’লিয়ে যাবার সময়ে তিনি আ’হত হয়।







জানা যায়, ২৮ বছর ব’য়স ইখলাখ সালমানি। পেশায় একজন নাপিত। ল’কডা’উনে কাজ নেই তাই সাহা’রানপুর থেকে পানিপথে রওনা হন। ৩৩ কিলোমিটার চলার পর রাতে কৃষ্ণপুরে আশ্রয় নেন এক পার্কে। রাতের অন্ধকারে তার নাম পরিচয় জানতে চায় দুই যুবক। ইখলাখ অভি’যোগ করে, নাম বলতেই তাকে মা’রতে থাকে।







v
এরপর মা’রের কারণে দীর্ঘক্ষণ জ্ঞান হা’রানো’র পর চেতন ফিরে পানি চান। এসময় ইখলাখের হাতে ট্যাটুতে লেখা ৭৮৬ দেখে হাত কে’;টে নেয় ওই যুবকেরা। এরপর ইখলাখকে ফে’লে আসা হয় কিষাণপুর রেল স্টেশনের ধারে। পরদিন জ্ঞা’ন ফিরলে ইখলাখ পথচা’রীদের সাহায্যে বাড়িতে খবর দেন।






