স্ত্রী পরিচয়ে প্রেমিকাকে নিয়ে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল জুয়েল রানা (২৮) নামে এক যুবক। সে সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি পেয়ে দু’জনকেই আটক করে স্থানীয়রা। পরে নিজেরা স্বামী-স্ত্রী বলে পরিচয় দেয় আটক ওই প্রেমিক যুগল। এতেও রক্ষা পেল না তারা। ঘটনাটি জানানো হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানায়। পরে ঘটনাস্থল থেকে তাদের দু’জনসহ তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।







এরপর প্রায় ৬ ঘন্টা থানায় আটক থাকার পর মুচলেকা দিয়ে থানা থেকে স্বজনদের জিম্মায় মুক্তি মেলে তাদের।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে।







আটক প্রেমিক যুবক কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে জুয়েল রানা। সে পেশায় একজন ব্যবসায়ী। এলাকায় তার রয়েছে একটি ডেকোরেটারের দোকন ও ওয়েল্ডিং ওয়ার্কশপের দোকান রয়েছে। অপর যুবক তার বন্ধু জামালপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের নাসির সরকারের ছেলে সুমন (২৬)। এলাকায় সে বখাটে বলে পরিচিত। নারীর পরিচয় প্রকাশে আইনগত বাধা থাকায় প্রকাশ করা হয়নি। তার বয়স অনুমানিক (২৩)।







স্থানীয় সূত্র ও জামালপুর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য মো সিদ্দিক বলেন, শুক্রবার দুপুর ১২ টার দিকে মেন্দিপুর গ্রামের নাসির সরকারের মেয়ে শিল্পীর বাড়িতে সন্দেহজনক অবস্থায় এক যুবক ও যুবতীকে দেখে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দেয়। সে সময় ওই দু’জন জানায় তারা গোপনে বিয়ে করেছে। নাসির সরকারের ছেলে সুমন ওই আটক যুবকের বন্ধু।







তারা ওই বাড়িতে বেড়াতে এসেছে। ওই যুবক নিজের নাম জুয়েল এবং তার বাড়ি কালীগঞ্জ পৌর শহরে বলে জানায়। আর ওই যুবতীর বাড়ি গাজীপুরে বলে জানায়। তাদের কথাবার্তায় অসঙ্গতি পেলে ওই বাড়ির পাশে একটি কলা বাগানে তিনজনকেই আটকে রেখে বিষয়টি জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং থানায় জানানো হয়। পরে দুপুর তিনটার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনাস্থলে এসে ওই যুবক-যুবতীসহ নাসির সরকারের ছেলে সুমনকে থানায় নিয়ে যায়।







জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান (ফারুক মাস্টার) বলেন, “নাসির সরকারের মেয়ে শিল্পী স্বামী-সন্তান নিয়ে অন্যত্র থাকে। এ কারণে তার বাড়ি ফাঁকা। আর এই সুযোগে ওই বাড়িতে বিভিন্ন সময় বাহিরের ছেলে-মেয়ে ঘুরতে আসে বলে স্থানীরা জানায়। শুক্রবার দুপুরে সুমন ও তার এক বন্ধুকে মেয়েসহ স্থানীয়রা আটক করে বিষয়টি আমাকে এবং থানায় জানান। তাৎক্ষণিক আমি গ্রামপুলিশ পাঠাই। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিনজনকে থানায় নিয়ে যায়। নাসির সরকারের ছেলে সুমন এলাকায় বখাটে বলে পরিচিত।”







কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে তার বান্ধবীসহ ও সুমনকে থানায় নিয়ে আসা হয়। তারা দু’জন ওই এলাকায় বেড়াতে গিয়েছিলো। তাদের স্বজনদের সমঝোতার ভিত্তিতে এবং কোন অভিযোগ না থাকায় রাত ৯ টার দিকে মুচলেকা নিয়ে তিনজনকে পরিবারের সদস্যদের জিম্মায় দেয়া হয়েছে। জুয়েল আর ওই যুবতী পারিবারিক ভাবে পূর্ব পরিচিত বলে জানা গেছে।”






