nপশ্চিম কিংবা ম’ধ্যপ্রাচ্যে অনেক তারকাই নানা ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর শোনা যায় প্রায়ই। তবে এবার ইসলাম থেকে ইহুদি ধর্ম গ্রহণ করে হৈচৈ ফেলে দিলেন কুয়েতি গায়িকা বাসমা-আল-কুয়েতি। সম্প্রতি সা’মাজিক যোগা’যোগ মাধ্যমে এক ভিডিও







শেয়ার করে তিনি নিজেই তার ধর্মা’ন্তরিত হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসমা-আল-কু’য়েতির পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘প্রথমেই ‘স’ন্ত্রা’স এবং ভ’ণ্ডা’মির প্ররোচণায় চলতে







থাকা এক ধর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পেরে খুব আ’নন্দবোধ করছি। আপনারা সকলেই জানেন আমার ইহুদি ধর্ম গ্রহণ করার কথা। ইসলাম মেয়েদের নানা অধিকার থেকে ব’ঞ্চিত করে। তাই এই ধর্ম থেকে







বের হয়ে নিজেকে অনেক গর্বিত মনে করছি।’ নিজের পরিবার এবং দেশের ভাবনা প্র’সঙ্গে বলতে গিয়ে তিনি আরও জানান, ‘আ’মার পরি’বার আমাকে গ্রহণ করবে কিনা আমি জানি না। তবে এ নিয়ে আমি শঙ্কিত নই।







সবারই নিজের এ’কটি চিন্তা’শক্তির জায়গা রয়েছে। দেশ নিয়ে বললে, আমি এর আগেও কু’য়েতের রা’জতন্ত্র নিয়ে প্রকাশ্যে নি’ন্দা করেছি। এমনকি আমাদের দেশের সাথে ইস’রায়েলের সম্পর্ক স্থাপনে অ’স্বীকার করার ব্যপারটিও







ঘৃণার চোখে দেখি।’ প্রস’ঙ্গত, কুয়েতি মায়ের কাছে বড় হওয়া বাসমা জন্মসুত্রেও একজন কুয়েতের না’গরিক। কিন্তু অনেকর মতে নাগরিক হিসেবে তিনি ই’রাকের জাতীয় পরিচয়পত্র বহন করেন। তবে একটি সুত্র জানিয়েছে,







বাসমা বর্তমানে কুয়েত সরকারের কড়া নজরদাড়িতে রয়েছেন। তার টুইট একা’উন্টসহ সবকিছুতেই খেয়াল রাখা হচ্ছে। বা’সমার কারণে জনগণ বিভ্রান্ত হলে শিগগিরই তার বি’রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।