কাঠে খোদাই করা বিশ্বের সবচেয়ে লম্বা কুরআন বিশ্বের বৃহত্তম সংখ্যাগরিষ্ট মুসলিম দেশ ইন্দোনেশিয়ার পালেম্বঙ্গ-তে কাঠে খোদাই করে তৈরি করা হয়েছে পবিত্র কুরআনুল কারিমের এক পাণ্ডুলিপি। এটি বিশ্বের সবচেয়ে লম্বা কুরআনের পাণ্ডুলিপি। কুরআনুল কারিমের এ পাণ্ডলিপিটির নাম রাখা হয়েছে ‘কুরআনুল আকবর’।







বিশ্বের প্রসিদ্ধ লিপিকর্মী, শিল্পকর্মী, আর্টিস্ট ও শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে ২০০২ সালে এহসানিয়া ইসলামিয়া মাদরাসার তত্ত্বাবধানে কাঠের ওপর খোদাই করে কুরআন লেখার কাজটি শুরু করা হয়। ‘ট্যাম্পু’ নামের এক ধরণের বিশেষ কাঠের ওপর লেখা হয়েছে এ কুরআন। এ কাঠটিতে উইপোকা কিংবা ঘূণ-এর আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া এ কাঠটি পানি শোষণেও বিশেষ ক্ষমতা সম্পন্ন ও নিরাপদ।







কাঠের ওপর খোদাই করে লেখা এ কুরআনুল কারিমের পুরো পাণ্ডুলিপি এখনো শেষ হয়নি। কুরআনুল কারিমের ১৬ থেকে ৩০তম পারা পর্যন্ত মোট ১৫ পারা লেখা সম্পন্ন হয়েছে। ৭ বছরের অক্লান্ত পরিশ্রমে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার খরচ হয়েছে এতে। বাকি ১৫ পারা লেখার প্রস্তুতি চলছে।







১৫ পারা (১৬-৩০) কুরআন লেখার কাজে ব্যবহৃত কাঠের পুরোত্ব ছিল ২.৫৯ মিটার লম্বায় ১৭৭ সেন্টিমিটার এবং ১৪০ সেন্টিমিটার প্রস্থ। ৩১৫টি কাঠের তক্তার উভয় পিঠেই লেখা হয়েছে। এতে ৫ তলা ভবনের সমতুল্য আকার ধারণ করেছে পাণ্ডুলিপিটি।







কুরআনের পাণ্ডুলিপি তৈরিতে বাদামি রঙের ‘ট্যাম্পু’ কাঠের তক্তার মাঝখানে লেখা হয়েছে কুরআনের আয়াত। কাঠের চার পাশে বিভিন্ন নকশা ও দোয়া লেখা হয়েছে।







২০১২ সালের ৩০ জানুয়ারি ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোয়োনো আন্তর্জাতিক ইসলামী সংস্থা ওআইসির নেতৃবৃন্দদের নিয়ে বিশ্বের দীর্ঘতম কাঠে খোদাই করা কুরআনের এ পাণ্ডুলিটির উদ্বোধন করেন।







কাঠের ওপর খোদাই করা কুরআনের এ ১৫ পারার দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে কুরআনের খোদাইকৃত অংশগুলো দর্শনার্থীদের জন্য পালেম্বঙ্গ গ্র্যান্ড মসজিদের সামনে স্থাপন করা হয়েছে।







উল্লেখ্য যে, এশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝে ১ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ ও বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। এ দেশটিতে ৩০০টি স্থানীয় ভাষা রয়েছে। বৈচিত্রপূর্ণ জাতিগোষ্ঠীর বসবাসও রয়েছে এ দ্বীপ রাষ্ট্রটিতে।







পবিত্র কুরআনের সবচেয়ে দীর্ঘ কাঠের ওপর খোদাই করা কুরআনের ১৫ পারার পাণ্ডুলিপিটি দেখতে প্রতি বছরই হাজার হাজার দর্শক ইন্দোনেশিয়ার পালেম্বঙ্গে জড়ো হয়।







‘কুরআনুল আকবার’ নামে প্রসিদ্ধ বিশ্বের সবচেয়ে লম্বা কুরআন দেখতে প্রতি বছর হাজার হাজার দর্শক ইন্দোনেশিয়ার ‘পালেম্বঙ্গ’তে জড়ো হয়।







অনেক পরিশ্রমের ফসল কাঠের ওপর খোদাই করা ‘কুরআনুল আকবর’ বিশ্বের দীর্ঘ কুরআন। নিঃসন্দেহে এটি ইসলাম ও মুসলমানদের ধর্মীয় ভাব-গাম্ভীর্যকে বৃদ্ধি করবে। মুসলিম উম্মাহ তা স্বচক্ষে দেখে তাদের ধর্মীয় চিন্তাচেতনা ও ঈমানকে বহুগুণে বৃদ্ধি করবে।







আরো খবর পড়ুনঃ
হিরো আলমের ভাস্কর্য নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে সারাদেশে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন অভিনেতা হিরো আলম। তবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এবার আলোচিত হিরো আলমের ভাস্কর্য তৈরি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের একজন শিক্ষার্থী।







উত্তম কুমার নামের ওই শিক্ষার্থী ঢাবির জগন্নাথ হলের আবাসিক ছাত্র। তিনি বলেন, ‘হিরো আলমকে নিয়ে অনেকে সমালোচনা করছে। তিনি কিন্তু থেমে নেই। তিনি যুদ্ধ করেছেন। এটা হচ্ছে আমার এই ভাস্কর্য তৈরি করার প্রাণশক্তি। হিরো আলম প্রথমে শুনে বিশ্বাস করতে পারেননি যে তার ভাস্কর্যও তৈরি হতে পারে। তাই তিনি নিজে সশরীরে ভাস্কর্যটি দেখতে আসেন।







এসময় হিরো আলম বলেন, ‘আমি জিরো থেকে হিরো হয়েছি। মানুষের ভালোবাসার কারণে জিরো থেকে হিরো। চেহারা কোনো ফেক্টর নয়। ভালোবাসার কারণে আজ আমি এত দূর আসতে পেরেছি। মানুষের যোগ্যতা সবচেয়ে বড় বিষয়।’ ভাস্কর উত্তম কুমার বলেন, হিরো হওয়ার জন্য চেহারা কোনো ব্যাপার নয়। চেহারা, হাইট, ফিটনেস কোনো ব্যাপার নয়। যার মধ্যে প্রাণশক্তি নেই, জোশ নেই সে কোনো মানুষই না। ইতিমধ্যে ভাস্কর্যের কাজ অনেকটা শেষের দিকে, তবে কোথায় ভাস্কর্যটি স্থাপন করা হবে তা এখনো নিশ্চিত নয়।







আন্যরা যা পড়েছেনঃ
স্টার জলসা দেখতে না দেয়ায় ফাঁস দিল স্কুলছাত্রী
নওগাঁর সাপাহারে স্টার জলসায় সিরিয়াল দেখতে না দেয়ায় নুশরাত জাহান টুনি নামে এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার রাতে উপজেলা সদরের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুসরাত একই গ্রামের আব্দুর রফিকের মেয়ে। সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।







সাপাহার থানার ওসি আব্দুল হাই নিউটন জানান, রাতে পড়ালেখা বাদ দিয়ে স্টার জলসায় সিরিয়াল দেখছিল নুসরাত। এ সময় বাবা তাকে বকাঝকা করে রিমোট কেড়ে নেন। এতে অভিমানে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।







ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।







আন্যরা যা পড়েছেনঃ
পুকুরে ভেসে উঠল ছুড়ে ফেলা শিশুর হাত-পা বাঁধা লাশ
কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে হাত-পা বাঁধা দিপু আলী নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।







সোমবার সন্ধ্যায় উপজেলার তালবাড়িয়া ইউপির গোবিন্দপুর মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দিপু একই গ্রামের রাজন আলীর ছেলে। এ ঘটনায় তরিকুল ইসলাম ও তাজিম আলী নামে দুইজনকে আটক করেছে পুলিশ।







তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হামিদ জানান, বিকেলে শিশুদের সঙ্গে পুকুরের ধারে কাদা মাখামাখি খেলছিল দিপু। এ সময় পাশেই ঘুড়ি ওড়াচ্ছিলেন বেশ কিছু যুবক। একপর্যায়ে একটু কাদা কয়েকজনের গায়ে ছিটে পড়ে। এতে শিশু দিপুকে কলাগাছের পাতলা রশি দিয়ে হাত-পা বেঁধে পুকুরে ছুড়ে দেন তারা। এর কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।







আন্যরা যা পড়েছেনঃ
আম পাড়া নিয়ে দুই বোনের ঝগড়া, প্রাণ গেল মায়ের
রিশালের গৌরনদীতে আম পাড়া নিয়ে দুই বোনের ঝগড়া থামাতে গিয়ে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউপির বড়দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জরিনা বেগম একই গ্রামের সাহেব আলী ব্যাপারীর স্ত্রী।







মৃতের স্বজনরা জানান, বাবার বাড়ির গাছের আম পাড়া নিয়ে সাহেব আলীর বড় মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে পঞ্চম মেয়ে লাইজু বেগমের ঝগড়া হয়। ঘটনাস্থলে ফাতেমার ছেলে বাচ্চু ব্যাপারীও ছিলেন। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে যান জরিনা। একপর্যায়ে তাকে ধাক্কা দেন বাচ্চু। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।







গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাইজুকে আটক করা হয়েছে। তবে ফাতেমা ও তার ছেলে বাচ্চু পালিয়ে গেছেন।