ঢাকা- আজকে পুলিশের অবস্থান দেখে মনে হচ্ছে পুরো ঢাকা শহর বিএনপির দখলে। আপনারা এভাবে কি আওয়ামী লীগকে রক্ষা করতে পারবেন?







জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে পুলিশের উদ্দেশে একথা বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম।







বুধবার সকাল ১০টা থেকে এই সমাবেশ শুরু হয়। বিএনপির এই সমাবেশ ঘিরে রাজধানীর পুরানা পল্টন মোড়, আবদুল গনি সড়ক, কদম ফোয়ারা ও সেগুনবাগিচা এলাকায় ব্যারিকেড দিয়ে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সীমিত করা হয় চলাচল। তবে শেষ হয় দুপুর একটার দিকে।







পুলিশের এই ব্যারিকেডের কড়া সমালোচনা করেন আবদুস সালাম।







এই সরকারকে আর নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না হুশিয়ারি দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমানউল্লাহ আমান বলেন, আর আগের রাতে ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না। তার আগেই এই সরকারকে বিদায় করা হবে।







জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করলে হাত পুড়ে ছারখার হয়ে যাবে বলেও হুশিয়ারি দেন আমান।







এসময় সরকারকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত নাই। বেগম খালেদা জিয়া বন্দি। তারেক রহমান দেশের বাইরে।







এই কারণে মনে করেছেন সুযোগ পেয়েছেন? না, সুযোগ পান নাই। দয়া করে মনে রাখবেন। বিএনপি হচ্ছে সেই গরম পানি, যেই গরম পানিতে নরম ডিমকে শক্ত করে। শক্ত আলুকে নরম করে।







যা করা দরকার তাই করব ইনশাল্লাহ। যা করেছেন ভালো করেছেন। এবার দয়া করে থামেন। না হলে লুঙ্গিতে মালকাচা দিলেও কাজ হবে না। যখন আপনারা দৌঁড়াবেন তখন অন্য গ্রুপ বলবে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স।







সেই দিনের জন্য প্রস্তুত থাকেন। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, দিক থেকে হাত সরিয়ে নেন। যত জনকে গ্রেফতার করেছেন মুক্তি দেন।