বার্তা ডেস্ক।। সিলেটের ওসমানীনগরে মেয়ে ঘুমের ওষুধ খাইয়ে দেহভোগের অভিযোগে বাবা মাসুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে রোববার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।







এর আগে রোববার ওসমানীনগর থানায় এ ঘটনায় কিশোরীর চাচি বাদী হয়ে মাসুক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাসুক মিয়া উপজেলার রাইগদারা নোওয়া গ্রামের সমছু মিয়ার পুত্র।







পুলিশ জানায়, ওই কিশোরীর মা প্রায় ৬ মাস পূর্বে ৪ মেয়ে রেখে মারা যান। এরপর পিতা মাসুক মিয়া একাধিক বিয়ে করলেও ঘরে নেই তার কোনো স্ত্রী । ভিকটিম মেয়েটি মাদরাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করে। মাদরাসার ছুটিতে বাড়িতে গেলে মাসুক মিয়া তার মেয়েকে একা পেয়ে একাধিকবার কুপ্র’স্তাব দেন। মেরে ফেলার হুমকি দিলেও পিতার কুপ্র’স্তাবে রাজি হয়নি মেয়ে।







কিন্তু মাসুক মিয়া তার মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে গত ১৫ আগস্ট জোরপূর্বক দেহভোগ করেন। ভিকটিম গত শুক্রবার তার চাচী সুরেতুন বেগমকে বিষয়টি জানায়। চাচী বিষয়টি জেনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে রোববার থানায় গিয়ে মামলা দায়ের করেন।







ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন জানান, নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।আর অভিযুক্ত পিতাকে আদালতে পাঠানো হয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমা’ন্ড চাওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।






