নেত্রকোনার দুর্গাপুরে বিয়ের দাওয়াত খেয়ে সৌমিক আকঞ্জি (২৩) নামের এক যুবকের মৃ’ত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজে’লার গাভীনা গ্রামে কামর’ুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়ার পর তার মৃ’ত্যু হয়।







সৌমিক দুর্গাপুর পৌরসভার ভবানিপুর এলাকার অ্যাডভোকেট শাহ্নেওয়াজ আকঞ্জির ছেলে। তিনি কলেজশিক্ষার্থী ছিলেন। দুর্গাপুর থা’নার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।







স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার ‘বিকেলে মাকে সঙ্গে নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে গাভীনা গ্রামে যান সৌমিক। সেখানে একটু বেশিই খেয়েছিলেন তিনি।







খাওয়ার পর এক পর্যায়ে হঠাৎ বমি করতে শুরু করেন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ক’র্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।







দুর্গাপুর থা’নার ভারপ্রা’প্ত কর্মক’র্তা (ওসি) শাহ্ নুর-এ আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাত’দন্ত ছাড়াই মর’দে’হের দা’ফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থা’নায় অপমৃত্যু মাম’লা হয়েছে।







চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত খাওয়ার কারণে তার মৃ’ত্যু হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত খাওয়ার কারণে তার মৃ’ত্যু হয়েছে।






