বিয়ে করে আলোচনায় ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর থেকেই নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে।







নাসির হোসেন ও তার স্ত্রীকে ভালোবাসা ও দোয়া দিয়েছেন শোবিজের পরিচিতি মুখ শবনম ফারিয়া। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তাদের জন্য দোয়া কামনা করেছেন ফারিয়া।







গতকাল মঙ্গলবার দুপুর ২টা ১৬ মিনিটে ইংরেজিতে এই অভিনেত্রী একটি স্ট্যাটাস দিয়েছেন, যার বাংলা ভাষ্য এমন, ‘যখন বাইরের পৃথিবী তোমাকে টেনে নিচে নামাতে চায়, তখন তোমার ভেতরের শক্তিটার ওপর ভরসা রাখো।







নাসির হোসেন ও তাঁর সদ্য বিবাহিত স্ত্রীর জন্য ভালোবাসা ও দোয়া পাঠাচ্ছি… আর দয়া করে মনে রাখবেন, বিয়ে আল্লাহ ঠিক করেছেন, বিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত…।’ এর পরেই শবনম ফারিয়া পবিত্র কুরআনের একটি আয়াত যুক্ত করে বলেন, আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন







, ‘এবং তার নিদর্শন হল তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীকে সৃষ্টি করেছেন; যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি খুঁজে পাও; এবং তিনি তোমাদের মধ্যে স্নেহ ও করুণা স্থাপন করেছেন।’ ধন্যবাদ।







গেল বছরের ২৮ নভেম্বর সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছিলেন শবনম ফারিয়া ও হারুনুর রশীদ অপু।







শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। ২০১৮ সালে ‘দেবী’ দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি।






