সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে অটোরিকশা আরোহী মা ও দুই ছেলে-মেয়ের ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় রিকশাচালক আ’হ’ত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের মিরপুর কা’লাচাঁদ মোড় এলাকায় এ দু’র্ঘট’না ঘটে।







নি’হ’তরা হলেন, বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রিফাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে ওয়াদি (১২) ও মেয়ে ছয়ফা (৬)। আ’হ’ত অটোরিকশা চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসি’ন্দা।







সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হামীম জানান, অ’ন্তঃস’ত্ত্বা স্কুলশিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। তারা এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে কড্ডা থেকে সিরাজগঞ্জগামী যাত্রাবাহী একটি বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদের চা’পা দেয়।







এতে রিকশাটি ট্রাকের পেছনে দুমরে-মু’চড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ রুনী ও তার ছেলে ওয়াদী মা’রা যায়। এতে গু’রুত’র আ’হ’ত হয় রিকশাচালক ও শিশু সয়ফা। স্থানীয়রা তাদের উ’দ্ধা’র করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু ছয়ফাকে মৃ’ত ঘোষণা করেন।







সদর থানার সহকারী উপ-পরিদর্শক আজাবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আ’ট’ক করেছি। তবে এর চা’লক ও হেলপার পা’লিয়ে গেছে।






