অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন জাতীয় পার্টির (জাপা) খুলনা সিটি কর্পোরেশ’নের মেয়র প্রার্থী হিসেবে পরিচিত এস এম মুশফিকুর রহমান (সজল)। মুশফিকুর রহমান খুলনা মহানগরীর সোনা’ডাঙ্গা থানার আবাসিক এলাকার ৩নং রোডের ৩১৫নং বাড়ির বাসিন্দা মৃতঃ আতিয়ার রহমানের ছেলে।







জানা গেছে, গত ৮ অক্টোবর গোলাম সরোয়ার বাপ্পী নামের একজন তার স্ত্রী হুমায়রা আহমেদ জিনিয়াকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে মুশফিকুর রহমানের বিরুদ্ধে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আ’দালতে মাম’লা দায়ের করেন। আ’দালত মা’মলাটি’ আ’মলে নিয়ে’ গ্রেফ’তারি প’রোয়ানা ‘জারি করলে তার’ পর থেকে মুশফিক আত্মগোপনে রয়েছেন।







মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি মুশফিক বাদীর স্ত্রী জিনিয়ার পূর্বপরিচিত। এ জন্য মুশফিক প্রা’য় তাদের বাসায় যাতায়াত করতো। এ সু’যোগে মু’শফিক তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে।’তারই ধা’রাবাহিকতায় গত ১৭ আগস্ট বিকেল ৩টায় তার স্ত্রী বাদীর নিজ বা’ থেকে’শ্বশুর বাড়ি যা’ওয়ার কথা বলে মুশফিকের হাত ধরে চলে যায়।







এদিকে পলাতক মুশফিক মামলার বাদী বপ্পীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন বলেও জানা গেছে এবং গত ২৯ আগস্ট মুশফিক ও তার লোকজন বাপ্পীকে মারধর করে হত্যার চেষ্টা করেন বলে খুলনার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন বাপ্পী।







ঘটনার সত্যতা স্বীকার করে খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, মুশফিকুর রহমানের নামে তার থানায় বরিশাল আদালতের গ্রেফতারি পরোয়ানার একটি কপি এসেছে। তাকে পুলিশ খুঁজছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে মুশফিক এখন ঢাকায় অবস্থান করছেন।