ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবিবার দুপুরে করো’নার টিকাদান কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে ‘ফটোসেশন’ করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।







সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি প্রকাশ পেলে সমালোচনার জন্ম দেয়। এদিকে সংসদ সদস্য বিষয়টিকে ‘ঢং’ হিসেবে আখ্যায়িত করেছেন।
গণমাধ্যমকর্মীকে তিনি বলেন, ‘আমি টিকা নেইনি। তবে খেয়াল করলে দেখবেন কাভা’র লাগানো। নার্সরা ‘ঢং’ করছিল। ওই দিদিটা (নার্সরা) একটু মজা করতেছিলো।’







একজন সংসদ সদস্য হিসেবে তিনি এমনটা করতে পারেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি টিকা নিবেন ও দিবেন তাদেরকে দেখানোর জন্য এটা করা হয়েছে। কে ছবি তুলেছে সেটা আমি জানি না। এখন ভেতরে যদি কেউ লুকিয়ে ছবি তুলে তাহলে কি করবো।’







খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য শিউলী আজাদ। এ সময় উপজে’লা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজে’লা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফারাজানা প্রিয়াঙ্কা, উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা মো. নোমান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।







উপজে’লা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমকে প্রথম টিকা দেওয়া হয়। উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা নোমান মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘সংসদ সদস্য টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। পরে তিনি টিকার ফটোসেশন করেছেন বলে শুনেছি।’






