প্রত্যন্ত গ্রামের পড়ুয়া’দের পাশে বিশ্ব-বিদ্যালয়, কমি’উনিটি রেডিওর মাধ্যমে চলবে পড়া-শোনা।
পুরুলিয়া: এবার কমিউনিটি রেডিওর মাধ্যমে লেখা’পড়ার কাজ শুরু করতে চলেছে পুরু’লিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ব-বিদ্যালয়। চলতি মাসের ২৮ তারিখ থেকে কমিউনিটি রেডিওর মাধ্যমে শুরু হবে লেখা’পড়া। ‘নিত্যানন্দ জনবাণী কমিউ’নিটি রেডিও স্টেশন’-এর মাধ্যমে ‘শিক্ষা’ঙ্গণ’ নামে এই পাঠদান চলবে বলে জানা গিয়েছে।
ঝা’ড়খণ্ড লাগোয়া এই প্রান্তিক জেলার প্রত্যন্ত গ্রাম যেখানে ইন্টারনেট অন্তত দু’র্বল বা সেরকম কোনও ব্যবস্থাই নেই, সেই এলাকার পড়ুয়াদের কথা ভেবে এই সি’দ্ধান্ত নিয়েছে বিশ্ব-বিদ্যালয় কর্তৃপক্ষ।
ক’রো’না সং’ক্র’ম’ণ রুখতে বিশ্ব-বিদ্যালয়গুলি ব’ন্ধ হওয়ার পর থেকেই এই শিক্ষা’প্রতিষ্ঠান অনলাইনে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তবে এরই মাঝে কর্তৃপক্ষ উপ’লব্ধি করেছে যে, প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা এই অনলাইন ক্লাসের সু’বিধা নিতে পারছেন না। তাই ল’কডা’উন জা’রি থাকা অ’বধি কমিউনিটি রেডিওর মাধ্যমেই সকল স্ত’রের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যেতে চাইছে বিশ্ব-বিদ্যালয় কর্তৃপক্ষ।
এই ‘শিক্ষাঙ্গণ’ অনুষ্ঠান’টি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে। ওই কমিউনিটি রেডিও স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব-বিদ্যালয় তাদের যেভাবে ক্লাস পাঠাবে সেভাবেই সম্প্র’চার হবে। প্রতিদিনের সম্প্র’চারের লিংক বিশ্ব-বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যেমন থাকবে তেমনই এই রেডিও স্টেশনের ওয়েব’সাইটেও লিংক দেওয়া থাকবে। যাতে পরবর্তী’কালে সেখান থেকে ডাউন’লোড করে ছাত্র–ছাত্রীরা পাঠ নিতে পারেন।
এছাড়া রেডিওর পাশাপাশি তাদের মোবাইল অ্যাপ থেকেও সম্প্র’চার শোনার সু’বিধা রয়েছে। তাছাড়া ‘ব্রড’কাস্ট ওয়েবপেজ’ থেকেও ডাউন’লোড করে ছাত্র-ছাত্রীরা প্রয়ো’জন মেটাতে পারবেন।
এপ্রসঙ্গে বিশ্ব-বিদ্যালয়ের উপা’চার্য দীপক কর বলেন, “ক’রো’না পরি’স্থিতিতে আমরা নানান পদ’ক্ষেপ নিয়েছি। সেইসব কাজ পুরোদমে চলছে। এবার আমরা কমিউনিটি রেডিওর মাধ্যমে পাঠ দা’ন শুরু করছি।” সিধো–কানহো–বিরসা বিশ্ব-বিদ্যালয়ের আগে এই কমিউনিটি রেডিওকে পুরুলিয়া জেলা প্রশাসন কন্যাশ্রী প্রকল্প-সহ গণবন্টনের সুযোগ-সুবিধা প্রচা’রের কাজে ব্যব’হার করেছে।
সূত্র: সংবাদ প্রতিদিন