সরকারি চাকরির খবর, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ দেয়া হবে ১৯০১ জনকে।
বর্তমানে চাকরির বাজারের অবস্থা খুবই করুণ। তবে আশার আলো হিসেবে একটি সরকারি চাকরির খবর আছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ দেয়া হবে ১৯০১ জনকে। এখানে সর্বমোট ১৪টি পদে লোক নিয়োগ দেয়া হবে। তাই যাদের এই চাকরির প্রতি আগ্রহ এবং যথাযথ যোগ্যতা আছে তারা এখনি আবেদন করতে পারেন।
যেসব পদে যে কয়জন করে লোক নিয়োগ দেয়া হবে তার তালিকাঃ
১. অডিটর : ৫৩৮ জনকে
২. জুনিয়র অডিটর : ৪৫৭ জনকে
৩. অফিস সহায়ক : ২৫৫ জনকে
৪. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর : ৮ জনকে
৫. ক্যাশিয়ার : ১ জনকে
৬. কেয়ারটেকার : ১ জনকে
৭. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর : ৪০ জনকে
৮. কম্পিউটার মুদ্রাক্ষরিক : ৫৪৪ জনকে
৯. টেলিফোন অপারেটর : ১ জনকে
১০. ড্রাইভার : ১ জনকে
১১. ফটোকপি অপারেটর : ১৬ জনকে
১২. দফতরি : ৬ জনকে
১৩. সর্টার : ২০ জনকে
১৪. নিরাপত্তা প্রহরী : ১৩ জনকে
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
উপরোক্ত পদগুলো লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যতদ্রুত সম্ভব আবেদন করে ফেলুন। আবেদনের করা যাবে ৫ মে ২০২০ বিকাল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে পারেন, আর অনলাইনে আবেদন করার জন্য চলে যান cga.teletalk.com.bd ওয়েবসাইটে। এবং বিষয়ে আরও বিস্তারিত সবকিছু জানতে হলে এখনি চলে যান হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটিতে cga.gov.bd , অথবা বিস্তারিত বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি লিংক : https://bit.ly/2ycAZfU), এই ছিল সরকারি চাকরির খবর।
সূত্র : www.cga.gov.bd
আরো জানুনঃ
- বিজ্ঞানের জানা অজানা কিছু তথ্য, যা আপনাকে বিষ্মিত করে তুলবে !!
- এন্ড্রোয়েড কি? বর্তমান সময়ে এটি কেন এত জনপ্রিয়?
- করোনার আতংকের মধ্যেই নাসার পক্ষ থেকে এলো নতুন সুখবর
- উড়োজাহাজ আবিষ্কারের ইতিহাস । কিভাবে হয়েছিল উড়োজাহাজ আবিষ্কার?
- ইন্টারনেট উদ্ভাবনের ইতিহাস । কিভাবে হয়েছিল ইন্টারনেট উদ্ভাবন?
- মোবাইল দিয়ে কিভাবে কার্টুনের সাথে আপনার নিজের ভিডিও তৈরি করবেন l