৫০ রান ট’প’কে অল আ’উ’ট, ক্রিকেট ইতিহাসে ল’জ্জা’র’ রেকর্ডে জায়গা ‘রে নিল শ্রী’ল’ঙ্কা, ছি’ট’কে যে’তে চলে’ছে ওয়া’নডে বিশ্বকাপ থেকেও

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিততে হলো শ্রীলঙ্কার। সেই সমীকরণ সামনে রেখে খেলতে নেমে ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অল আউট

হয়ে গেছে শ্রীলঙ্কা।এ নিয়ে টানা দ্বিতীয় ওয়ানডেতে একশর নিচে অল আউট হওয়ার নজির গড়ল শ্রীলঙ্কা। তারা ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে অল আউট হয়েছিল ৭৩ রানে। টানা দুই ওয়ানডে একশর নিচে অল আউট হওয়ার

ঘটনা দ্বিতীয়বারের মতো দেখলো ক্রিকেট বিশ্ব।এর আগের রেকর্ডটি ছিল কেনিয়ার। তারা ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে দুই ওয়ানডেতে যথাক্রমে ৮৯ ও ৯৩ রানে অল আউট হয়ে গিয়েছিল। এবার ৭৬ রানে অল আউট হয়ে সেই

স্মৃতি ফিরে দেখালো শ্রীলঙ্কা। এই হারের ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল দিমুথ করুনারত্নের দল।মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানের মধ্যে তারা দুই ওপেনারকেই হারায়। এরপর ২০

রানে কুশাল মেন্ডিস ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। এখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান এসেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। এ ছাড়া দুই অঙ্ক পেরিয়েছেন কেবল চামিকা

করুনারত্নে (১১) ও লাহিরু কুমারা (১০)। শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন হেনরি শিপলি। এই ডানহাতি পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন ড্যারিল মিচেল ও ব্লাইয়ার টিকনার।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড অল আউট হয়েছে ২৭৪ রান। অধিনায়ক টম লাথাম বাদে বাকি সবাই পেয়েছেন দুই অঙ্কের দেখা। যদিও বড় ইনিংস খেলেছেন কেবল ফিন অ্যালেন। তিনি ৫১ রান করে ফিরেছেন। তার

ইনিংস জুড়ে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।অল্পের জন্য হাফ সেঞ্চুরি পাননি রাচিন রবীন্দ্র তিনি ৫২ বলে করেছেন ৪৯ রান। মিচেল ৫৮ বলে করেন ৪৭ রান। শেষ দিকে গ্লেন ফিলিপসের ৪২ বলে ৩৯ রানের ইনিংসে বড় পুঁজি নিশ্চিত করে স্বাগতিকরা।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ৪৩ রানে ৪ উইকেট নেন চামিকা। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড। এ ছাড়া কাসুন রাজিথা ও লাহিরু কুমারা নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন দিলশান মাদুশঙ্কা ও দাসুন শানাকা।