৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলেছে সর্বশেষ ম্যাচটি। আগামীকাল (৯ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বছর প্রথমবার আন্তর্জাতিক
টি-টোয়েন্টি খেলবে সাকিব আল হাসানের দল।নিজেদের সবচেয়ে নাজুক ফরম্যাট বললে ভুল হবে না টি-টোয়েন্টিকে। সর্বশেষ ২০ ম্যাচে জিতেছে কেবল ৫ টিতে। সামগ্রিকভাবে চিত্রটা আরও করুণ। ১৪৪ ম্যাচ খেলে জিততে পারেনি
৫০ টি ম্যাচও।ইংলিশদের বিপক্ষে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টি খেকবে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ম্যাচের আগেরদিন আজ (৮ মার্চ) সকাল ১০ টা
থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে সাকিব, মুস্তাফিজ, লিটনরা। অধিনায়ক সাকিব পুরোদস্তুর কোচের ভূমিকায় আবির্ভাব হয়েছেন।সর্বশেষ বিপিএলে পারফর্ম করাদের নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে। সাকিব আজ তাদের দিকেই
দিয়েছেন বাড়তি মনযোগ। পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ভূমিকা অনুসারে দিয়েছেন দিক নির্দেশনা।আফিফ হোসেনকে দিয়ে যেমন বোলিং অনুশীলন করালেন। সাথে বলেও দিলেন, ‘তোর কিন্তু বল করতে হবে মামা।’
প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তৌহিদ হৃদয়কে ব্যাটিং অনুশীলনে পাঠালেন সবার আগে। এমনকি লিটন দাসকেও দিলেন ব্যাটিং পরামর্শ। লিটন সেন্টার উইকেটে ব্যাটিং করার সময় লম্বা সময় তার সাথে কথা বলেছেন কাপ্তান সাকিব।
সেন্টার উইকেটে ব্যাট করা শুধু লিটন নয় দলের বাকি ব্যাটারদের নিয়েও সময় পার করেন সাকিব। পরে টাইগার ব্যাটারদের নিয়ে কাজ করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।দলের ব্যাটার-বোলারদের সাথে দারুণ সক্রিয় দেখা গেছে
সাকিকবে। টি-টোয়েন্টি অধিনায়ক প্রত্যেককে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন তাদের ভূমিকা। পাশাপাশি কোচিং স্টাফ ও ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েক দফা মাঠেই বৈঠক করেন অধিনায়ক।
সাকিবের এমন তৎপরতা বুঝিয়ে দেয় টি-টোয়েন্টি
সিরিজে বেশ ভালোভাবেই নজর দিচ্ছেন। যদিও তার জয়ের ক্ষুধাটা নতুন কিছু নয়। প্রতি মুহূর্তে প্রতি ম্যাচেই জয়ের জন্য মরিয়া থাকেন। তৃতীয় ওয়ানডে জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমে এমনটাই জানান।