বিপিএলে আজ (মঙ্গলবার) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে কুমিল্লার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা
অধিনায়ক ইমরুল কায়েস। অর্থাৎ খুলনা প্রথমে ব্যাট করবে।দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে কুমিল্লা। ৮ ম্যাচের ৫টিই জিতে তারা তালিকার তিন নম্বরে। অন্যদিকে ইয়াসির আলি রাব্বির খুলনা ৮ ম্যাচে মাত্র ২ জয়ে ছয় নম্বরে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর খুলনা ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান সংরহ করেন। কুমিল্লার সামনে লক্ষ্য ২১১ রানের। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান সংরহ করেন। ফলে ৭ উইকেট জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
খুলনা একাদশ
তামিম ইকবাল, শাই হোপ, মাহমুদুল হাসান জয়, আজম খান, ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), মার্ক দয়াল, আমাদ ভাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম।
কুমিল্লা একাদশ
লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, আশিক জামান, নাসিম শাহ।