২ বছর পর, মোহাম্মদ আমির অবসর ভেঙ্গে দলে ফেরার কারণ জানালেন মোহাম্মদ ওয়াসিম

২০২০ সালের ডিসেম্বরে পাকিস্তান দলের ম্যানেজমেন্টের ওপর অভিমান করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ আমির। অবশ্য এই পেসারের অবসর ভাঙ্গানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কখনো চেষ্টা করা

হয়নি। প্রায়ই অভিযোগ উঠে,আমিরকে ফেরানোর ব্যাপারে সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার কমিটি কখনোই উদ্যোগ নেয়নি। এর কারণ হিসেবে দলটির সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম জানিয়েছেন, পাকিস্তান দলে আমিরের

প্রয়োজনীয়তা অনুভব কিংবা যোগাযোগ তারা ইচ্ছা করেই করেনি।“সে অবসর নিয়েছে। সে কারণেই আমি কখনো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। যখন সে দলেই নেই, তাহলে কেন কথা বলব? বরং যারা দলে আছে, আমরা তাদের

সাথেই কথা বলেছি, তাদেরকেই বিবেচনা করেছি। এর মধ্যে কোনো পলিসি নেই”-‘ক্রিকভিচ’-কে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এই পেসার অবসরের আগে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৩৬টি টেস্ট,

৬১টি ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে তিনি বিপিএলে সিলেট স্ত্রাইকার্সের হয়ে খেলছেন। সম্প্রতি, নাজাম শেঠি পিসিবির চেয়ারম্যানের নেয়ায় আবারো আমিরের পাকিস্তান দলে ফেরার সম্ভাবনা জোরদার হয়েছে।