১৭ রানে ৫ উইকেট নিয়ে মাশরাফির নতুন মাইলফলক

জাতীয় দলের জার্সি গায়ে এখন আর তাকে দেখা যায় না। ফ্র্যাঞ্চাইজি লিগ কিংবা ঘরোয়া লিগে দেখা মিলে তাকে। তিনি যে ফুরিয়ে যাননি ৮.৪-৩-১৭-৫ এমন বোলিং ফিগার দেখলেই বুঝা যায়।ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মর্তুজার

এমন দুর্দান্ত পারফরম্যান্স অবাক করেছে সবাইকে। ৩৯ বছর বয়সেও বল হাতে এমন তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশ দলের সফলতম এই অধিনায়ক। সোমবার (২৭ মার্চ) মোহামেডানের বিপক্ষে এই ৫ উইকেটে একটি মাইলফলক ছুঁয়েছেন

মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়ে গেছেন ৪৫০ উইকেটের দেখা। এর আগে এই ম্যাচ খেলতে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার উইকেট ছিল ৪৪৭টি। বর্তমানে ৪৫২টি। আর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ১১টি উইকেট

পেয়েছেন মাশরাফি।এছাড়াও লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের কীর্তি এখন মাশরাফির। বিকেএসপিতে আজ ৯ বছর ১৭৩ দিন বয়সে এই রেকর্ড গড়েন লিস্ট ‘এ’ ক্রিকেটে

দেশের সফলতম এই বোলার।এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। গত মার্চে মোহামেডানের বিপক্ষেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিকেএসপিতেই ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের একমাত্র

৫ উইকেট শিকারের দিন তার বয়স ছিল ৩৭ বছর ২৫৮ দিন।এদিকে মাশরাফির ৫ উইকেট শিকারের দিনে মোহামেডান অলআউট হয়েছে মাত্র ৮০ রানে। জবাবে লেজেন্ডস অব রূপগঞ্জ ৮ ওভার শেষে ১০ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়।