আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়লেন লিটন দাস। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৮ বলে ৫০ তুলে নিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান ।
বাংলাদেশের হয়ে এত দিন দ্রুততম ফিফটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ৫০ তুলেছিলেন সেই ম্যাচের অধিনায়ক। ১৫ বছরের বেশি সময় ধরে আশরাফুলের রেকর্ডটি কেউ ভাঙতে পারেননি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কাছাকাছি গিয়েছিলেন লিটন। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে পঞ্চাশ স্পর্শ করেছিলেন ২১ বলে। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে আশরাফুলের চেয়ে ২ বল কম খেলেই পঞ্চাশ পূর্ণ করেছেন তিনি। টি-টোয়েন্টিতে এটি তাঁর দশম ফিফটি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে লিটনের শুরুটা অবশ্য ঝোড়ো ছিল না। প্রথম চার বলে নিতে পেরেছিলেন ৫ রান। নিজের পঞ্চম বলে মার্ক অ্যাডাইরকে চার মেরে তাঁর বাউন্ডারির শুরু।একই বোলারের পরের ওভারের প্রথম তিন বলে তুলে নেন
৬,৪,৪। টানা তিন বলে বাউন্ডারি মেরেছেন (৪,৪,৬) ডানহাতি পেসার ফিওন হ্যান্ডকেও। ১৫ বলে ৪৬ রান তুলে ফেলা লিটন পরের চার নিতে খেলেন ৩ বল। বেন হোয়াইটের বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন ফিফটি।