কাতার বিশ্বকাপে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে ৩৬ বছর পর নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। সময়ের হিসেবে এক মাস পার হলেও এখনও যেন বিশ্বজয়ের রেশ কাটেনি তাদের। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা
লিওনেল মেসিকে ভিন্নভাবে শ্রদ্ধা জানিয়ে সবাইকে চমকে দিয়েছে আর্জেন্টিনার কৃষক মাহিমিলিয়ানো। ১২৪ একরের ভুট্টা ক্ষেতে বিশেষ কায়দায় বীজ বুনে মেসির ছবি আঁকেন তিনি।সেন্ট্রাল কর্দোভা প্রদেশের লস কন্দোরেস মাঠটিতে অ্যালগরিদম
ব্যবহার করা হয়েছে। এর ফলে ঠিক কোথায় বীজ রোপণ করতে হবে সেই সংকেত পাওয়া গিয়েছে। তাতে ভুট্টা ফলে উঠলে মেসির দাঁড়িভর্তি ছবিটি বিশাল আকৃতি পায়।মেসির বিশাল আকৃতির এই ছবি এখন মহাকাশ থেকেও দেখা যায়।
নিজের তৈরি এই ছবি প্রসঙ্গে মাহিমিলিয়ানো বলেন, ‘আমার কাছে মেসি হলো অপ্রতিরোধ্য। তারা এখন বিশ্বকাপজয়ী দল। ভুট্টা ফসলের মাধ্যমে এটা প্রকাশ করতে পেরে আমি আনন্দিত।’