১ম ম্যাচ হেরে রেগে আগুন ধোনি, ব্যাটসম্যানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ক্যাপ্টেন কুল

শু’রু’টা ভা’লো হ’লে’ও মা’ঝে’র ও’ভা’রে খে’ই হা’রি’য়ে ফে’লে চে’ন্না’ই সু’পা’র কিং’স। আ’ম্বা’তি রা’য়া’ডু আ’উ’ট হ’ওয়া’র প’র’ই সে’টা হ’য়।ম’হে’ন্দ্র সিং’ ধো’নি এ’বং র’বী’ন্দ্র জা’দে’জা’র আ’গে পা’ঠা’নো হ’লেও ভ’র’সার ম’র্যা’দা রা’খ’তে পা’রে’ননি শি’বম দু’বে। খে’ল’তেই পা’রছি’লেন না তি’নি।

সে’ই চা’প’টা প’ড়ে রু’তুরা’জ গা’য়’কো’য়া’ড়ের উ’পর। তা’র জে’রে এ’ক’টা স’ম’য় যে দ’ল ২০০ রা’ন পে’রি’য়ে যা’ও’য়ার প’থে এ’গো’চ্ছিল, সে’ই দ’ল ১৮০ রা’নও তু’ল’তে পা’রে’নি।তা নি’য়ে অ’সন্তো’ষ প্র’কা’শ ক’রলে’ন চে’ন্নাই’য়ের অ’ধিনা’য়ক ধো’নি। কো’নও রা’খঢা’ক না করে

ধোনি জানিয়ে দেন, মাঝের ওভারে চোখ-কান বন্ধ করে গায়ের জোরে শট মারার চেষ্টা করছিলেন ব্যাটাররা।শুক্রবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে পাঁচ উইকেটে হারের পর ধোনি বলেন, ‘আমরা কিছুটা কম রান তুলেছিলাম। আরও ১৫-২০ রান হলে

ভালো হত। আমরা জানতাম যে কিছুটা শিশির পড়বে। তাছাড়া ম্যাচটা ৭ টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে। অর্থাৎ শুরুর দিকে বল কিছুটা থমকে আসবে। সেইসঙ্গে আমরা মাঝের ওভারগুলিতে ভালোভাবে ব্যাট করতে পারতাম। উলটে আমরা

গায়ের জোরে মারার চেষ্টা করেছি। আমরা আরও কিছুটা ব্যাটসম্যানশিপের পরিচয় দিতে পারতাম।’ধোনি যে মাঝের ওভারের ব্যাটিংয়ে চটে গিয়েছেন, সেটা একেবারেই অস্বাভাবিক নয়। শুক্রবার আমদাবাদে সিএসকের প্রথম চার ব্যাটারই একটা আক্রমণাত্মক

মনোভাব নিয়ে নামেন।সেটার প্রভাবও দেখা যায় স্কোরবোর্ডে। রায়াডু তেমন মারতে না পারলেও স্ট্রাইক রোটেট করছিলেন। রুতুরাজ গায়কোয়াড় বড় শট মারায় রানের গতি বেশি ছিল।
কিন্তু রায়াডু আউট হওয়ার পরেই চেন্নাইয়ের সবকিছু সব ঘেঁটে যায়।

১২.৫ ওভারে যখন রায়াডু আউট হন, তখন সিএসকের স্কোর ছিল চার উইকেটে ১২১ রান। কিন্তু দুবে নামতেই চেন্নাইয়ের রান তোলার গতি থমকে যায়।পঞ্চম উইকেটে ২৬ বলে মাত্র ৩০ রান তোলেন দুবেরা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি সিএসকে।

একটা সময় এমনই পরিস্থিতি ছিল যে সিএসকের ভক্তরা যেন প্রার্থনা শুরু করে দিয়েছিলেন, যেন দুবে আউট হয়ে যান।যিনি শেষপর্যন্ত ১৮ বলে ১৯ রান করেন। হাঁকান একটি ছক্কা। তাঁর সেই ঢিমেগতির ইনিংসের জেরে ২০ ওভারে ১৭৮ রানের বেশি তুলতে পারেনি সিএসকে।

সংশ্লিষ্ট মহলের মতে, দুবে যদি একটু ঠিকঠাক খেলতেন, ধোনি যে ১৫-২০ রান কম থাকার কথা বলছেন, সেটা মনে হত না।ধোনি অবশ্য কোনও নির্দিষ্ট খেলোয়াড়ের নাম করে হতাশা প্রকাশ করেননি। তবে তাঁদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠবে।

কী কারণে ধোনি এবং জাদেজার আগে দুবেকে পাঠানো হল, তা ভেবে উঠতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।যদি বাঁ-হাতি, ডানহাতি ব্যাটিংয়ের জন্য হত, তাহলে জাদেজা ছিলেন। আর যদি সেই কম্বিনেশনের বিষয়ে জোর না দেওয়া হয়, তাহলে তো ধোনি নিজেও নামতে পারতেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।