ট’স হে’রে প্র’থ’মে ব্যা’ট ক’র’তে নে’মে রা’নে’র পা’হা’ড় গ’ড়ে র’য়্যা’ল চ্যা’লে’ঞ্জা’র্স ব্যা’ঙ্গা’লো’র। ট’প অ’র্ডা’রে’র প্র’থ’ম তি’ন ব্যা’টা’র’ই আ’গু’নে মে’জা’জে ছা’তু ক’রে’ন ল’খ’ন’উ বো’লা’র’দে’র। বি’রা’ট কো’হ’লি ৪৪ ব’লে ৬১ ক’রে’ন।৪৬ ব’লে অ’প’রা’জি’ত ৭৯ রা’ন ক’রে’ন ফ্যা’ফ
ডু’প্লে’সি। ২৯ ব’লে ৫৯ ক’রে’ন গ্লে’ন ম্যা’ক্স’ও’য়ে’ল। মা’ত্র ২ উ’ই’কে’ট হা’রি’য়ে ২১২ রা’ন ক’রে আ’র’সি’বি। ল’খ’ন’উ’য়ে’র অ’মি’ত মি’শ্র এ’বং মা’র্ক উ’ড ১টি ক’রে উ’ই’কে’ট নি’য়ে’ছে’ন।রা’ন তা’ড়া ক’রা শু’রু ক’র’ল ল’খ’ন’উ। ২১৩ রা’নে’র বি’শা’ল ব’ড়’ ল’ক্ষ্য। কে’এ’ল’
রা’হু’ল এ’বং কা’ই’ল মে’য়া’র্স ও’পে’ন ক’র’তে নে’মেছে’ন। ব’ল হা’তে ও’পে’ন ক’রে’ছে’ন আ’র’সি’বি-র ম’হ’ম্ম’দ সি’রা’জ।ছ’য় ও’ভা’রে ল’খ’ন’উ সু’পা’র জা’য়ে’ন্ট’সে’র স্কো’র তি’ন উ’ই’কে’টে ৩৭ রা’ন।আ’পা’ত’ত ক্রি’জে আ’ছে’ন মা’র্কা’স স্ট’ই’নি’স (নয় ব’লে ১১ রা’ন) এ’বং
কে’এ’ল রা’হু’ল (১২ ব’লে ১১ রা’ন)।কা’ই’ল মা’য়া’র্স’কে আ’উ’ট ক’রে’ন ম’হ’ম্ম’দ সি’রা’জ (তি’ন ব’লে শূ’ন্য রা’ন)। দী’প’র হু’ডা’কে আ’উ’ট ক’রে’ন ও’য়ে’ন পা’র্নে’ল। ক্রু’ণা’ল পা’ন্ডি’য়া দু’ই ব’ল খে’লে’ন। কো’ন’ও রা’ন ক’র’তে পা’রে’ন’নি। তাঁ’কে’ও আ’উ’ট ক’রে’ন পা’র্নে’ল।
মার্কাস স্টোইনিস আশা দেখাচ্ছেন লখনউকে। শুরুতেই ৩ উইকেট হারালেও, স্টোইনিস পাঁচে নেমে পুরো ঝড় তোলেন। ২৫ বলে তিনি হাফসেঞ্চুরি পূরণ করেন। ১০ ওভারে ৯১ রান করে ফেলে লখনউ। ২৭ বলে দুরন্ত ছন্দ ৫৯ করে লড়াই চালাচ্ছেন
স্টোইনিস। ১৮ বলে ১৭ করে উল্টোদিকে খুঁটি আঁকড়ে রেখেছেন রাহুল।১২তম ওভারের প্রথম বলেই আউট কেএল রাহুল। মহম্মদ সিরাজের বলে ২০ বলে ১৮ করে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাহুল। পাঁচ উইকেট হারিয়ে মারাত্মক চাপে
লখনউ। রানরেট খারাপ নয়। কিন্তু উইকেট পড়ে চলেছে। আর এটাই লখনউয়ের চাপের কারণ।তবে রাহুলের পরির্তে ক্রিজে আসা আয়ুশ বাদোনি এবং পুরান একটি করে চার মারেন। সিরাজের এই ওভারে মোট ১১ রান হয়। ১২ ওভার শেষে ৫
উইকেটে ১১৬ রান লখনউয়ের। ৫ বলে ১০ রান পুরানের। ২ বলে ৫ রান আয়ুশ বাদোনির।১৫ বলে ৫০ করে ফেললেন পুরান। এটা আইপিএলের যুগ্ম ভাবে দ্বিতীয় হাফসেঞ্চুরি। রাহুল করেছিলেন ১৪ বলে হাফসেঞ্চুরি। এই মরশুমের দ্রুততম
হাফসেঞ্চুরি এটি। ছক্কা মেরে তিনি এ দিন ৫০ পূরণ করেন। এ ছাড়াও এই ওভারে তিনি ২টি চার হাঁকিয়েছেন। সেই সঙ্গে ১৫তম ওভারে মোট ১৭ রান এল। ওভার শেষে লখনউয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৭১ রান। ১৬ বলে ৬৬ রান পুরানের। ৯ বলে ১৩
রান বাদোনির।১৭তম ওভারের শেষ বলে আউট হয়ে গেলেন পুরান। ১৯ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে লখনউকে ভরসা জোগালেও, ক্রিজে থেকে তরী পার করাতে পারলেন না পুরান। সিরাজের বলে শাহবাজ আহমেদকে ক্যাচ দিয়ে
সাজঘরে ফেরেন তিনি। সিরাজের ফুলটস উঁচুতে ছিল। নো-বল ছিল কিনা, নিশ্চিত করতে তৃতীয় আম্পায়ের দ্বারস্থ হলেও, শেষ পর্যন্ত আউট হন পুরান। ওভার শেষে ৬ উইকেটে ১৮৯ রান লখনউয়ের। ১৮ বলে ২২ করে লড়াই চালাচ্ছেন বাদোনি।
বাদোনি একটি ছক্কা হাঁকিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য সেই ছক্কা তো লখনউয়ের স্কোরবোর্ডে যোগ হলই না, উল্টে হিট উইকেট হয়ে সাজঘরে ফিরলেন বাদোনি। ভালো শট ছিল। কিন্তু ব্যাটকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ২৪ বলে ৩০ করে সাজঘরে
ফেরেন বাদোনি। জেতার জায়গা থেকে শেষ পর্যন্ত হারতে হবে না তো? ১৯ ওভার শেষে ৭ উইকেটে ২০৮ রান লখনউয়ের।২০তম ওভারের দ্বিতীয় বলে হার্ষাল বোল্ড করলেন মার্ক উডকে। ২ বলে ১ রান করে সাজঘরে ফিরলেন উড। পরিবর্তে ক্রিজে
এলেন রবি বিষ্ণোই। ৪ বলে চাই ৪ রান।শেষ ওভারে ২ উইকেট হারায় লখনউ। প্রতিটা মুহূর্তে ছিল টানটান উত্তেজনা। শেষ ওভারের প্রতিটা বলই ছিল নাটকীয়। শেষ পর্যন্ত শেষ বলে বাজিমাত করে লখনউ সুপার জায়ান্টস। ২১৩ রান তাড়া করতে নেমে আরসিবি-রই ঘরের মাঠে তাদের গুঁড়িয়ে দেয় লখনউ।