স্টেডিয়ামে ঢুকতে গিয়ে হুরমুরিয়ে পড়ে গেলেন নাজমুল হাসান পাপন, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা বর্তমান চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।যেখানে আজ এই স্টেডিয়ামে সরাসরি খেলা দেখতে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন দিনের প্রথম ম্যাচে আজ

মুখোমুখি হয়েছে রংপুর এবং ঢাকা।খেলা দেখতে ঢাকা থেকে আজ সরাসরি সিলেট এসেছেন বিসিবির সভাপতি। স্টেডিয়ামের আশেপাশে বাংলাদেশ ক্রিকেটবোর্ডের সভাপতি আগমন উপলক্ষে দেখা যায়

উৎসব আমেজ। যেখানে মাঠে ঢোকার সময় হোঁচট খেয়ে হঠাৎ করেই মাটিতে পড়ে যান নাজমুল হাসান পাপন। যদি এরপর নিজেই উঠে দাঁড়ান তিনি এবং জানান তিনি সুস্থ আছেন।
https://www.youtube.com/channel/UC7Wa8XBbYE8tpObhfmEmfnQ?embeds_euri=https%3A%2F%2Fprobashiupdate24.com%2F&feature=emb_ch_name_ex