সিরিজ জয়ের মিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন ২ দলের একাদশ

ঘরের মাঠে ওয়ানডের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও দাপট দেখাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর টাইগারদের সামনেএবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ

জয়ের হাতছানি। বুধবার (২৯ মার্চ) আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে জয়ের স্বাদ পাবে সাকিব বাহিনী।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে দুপুর

২টায়।সিলেটে ওয়ানডে সিরিজে আইরিশদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল দেশের ক্রীড়াঙ্গনের প্রাণভোমরাদের। কিন্তু বৃষ্টির বাধায় সেই যাত্রায় রক্ষা পায় আইরিশরা। এবার টি-টোয়েন্টি সিরিজে সেই আক্ষেপ ঘুচাতে চান তাসকিন-লিটনরা।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বেলা ২ টায় শুরু হবে এই ম্যাচটি।এই ম্যাচেও টস জিতেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। আর টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। দলে পরিবর্তন আনেনি বাংলাদেশ।

দুই দলের একাদশ:
বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী,নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের একাদশ: পল স্টার্লিং (সি), রস অ্যাডায়ার, লোরকান টাকার (ডব্লিউ), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট