সিরিজ জয়ের দিনে নতুন ৩ রেকর্ড বাংলাদেশের

ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও দাপট অব্যাহত রেখেছে টাইগাররা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সাকিবের স্পিন ঘূর্ণিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭৭ রানের বড় জয় পায় বাংলাদেশ।

সাকিবের বিশ্বরেকর্ডসহ সিরিজ জয়ের দিনে নতুন ৩ রেকর্ড গড়েছে বাংলাদেশ। সাকিবের বিশ্বরেকর্ড : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত

ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেট লাভের মধ্য দিয়ে এই কীর্তি গড়েন সাকিব।টি-টোয়েন্টি ফরম্যাটে টিম সাউদিকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারির

শীর্ষস্থান দখল করেন সাকিব। ১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব। তার থেকে ২ উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে সাউদি। লিটন-রনির রেকর্ড জুটি : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উদ্বোধনী

জুটিতে ১২৪ রান করার মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের জুটি। এর আগে, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে মোহাম্মদ নাঈম

শেখ ও সৌম্য সরকার ১০২ রানের জুটি গড়েন। এতদিন সেটাই ছিল টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি। লিটন দাসের রেকর্ড : ব্যাট হাতে যেন দুর্দান্ত লিটন দাস। বাংলাদেশের পক্ষে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন

ডানহাতি এই ব্যাটার। এবার দেশের ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেন লিটন। শুধু টি-টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো

ফরম্যাটে এটি দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল আশরাফুলের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন সাবেক এই ব্যাটার।