ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট ম্যানইউ এবং লিভারপুল। এই ম্যাচে ম্যানইউকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।এই ম্যাচে ক্লিনশিট রাখার মাধ্যমে ক্লিনশিটের ডাবল ফিগার স্পর্শ করেছেন অ্যালিসন
বেকার। তার ক্লিনশিট সংখ্যা এখন ১০টি যা তাকে যৌথ ভাবে তৃতীয় স্থানে এনে দাঁড় করিয়েছে।প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে যাচ্ছেতাই সময় পার করছিল লিভারপুল। তবে সেখান থেকে তারা ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এবং সর্বশেষ ৫টি ম্যাচেই
তারা ক্লিনশিট রেখেছে যার মধ্যে জয় এসেছে চারটি ম্যাচে।ক্লিনশিটে যেন উন্নতি হয়েছে অ্যালিসনের, তেমনি পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে লিভারপুলেরও। তারা ৫ম স্থানে উঠে এসেছে। ২৫ ম্যাচে এখন তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা নিউক্যাসল ৪১ পয়েন্ট নিয়ে নেমেছে ৬ নম্বরে।