দিন কয়েক আগে পায়ের লিগামেন্টে দুটি অস্ত্রোপচার করিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রিশভ পন্ত। সফল অস্ত্রোপচার শেষেও তার ও ভারতের জন্য দুঃসংবাদ। আরও একটি অস্ত্রোপচার করাতে হবে তার। সেই সঙ্গে তিনি কবে নাগাদ মাঠে
ফিরতে পারবেন, তাও বলা যাচ্ছে না।রিশভ পন্তের অস্ত্রোপচার হয়েছে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। ক্রীড়া অস্থি বিশেষজ্ঞ দিনেশ পরদিওয়ালা অস্ত্রোপচার করেছেন তার। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পন্ত
অস্ত্রোপচারের পর দ্রুত উন্নতি করলেও পুরো ফিট হতে অনেক সময় লাগবে। কারণ প্রথমে ওয়াকারের সাহায্যে হাঁটতে হবে তাকে। এরপর কোনো অবলম্বন ছাড়া হাঁটতে হবে। সেই পর্ব মিটে যাওয়ার পর চলবে পুরো ফিট হওয়ার জন্য রিহ্যাব।
পন্তের সমস্যাটা মূলত অ্যান্টেরিয়র ক্রুসিয়াল লিগামেন্টে (এসিএল)। তাই সুস্থ হতে লম্বা সময় লাগবে তার। দিনেশ পরদিওয়ালা বলেছেন, ‘এসিএল ক্ষতিগ্রস্ত হলে সুস্থ হতে ছয় থেকে নয় মাস লাগে। তারপর আমরা পরিস্থিতি বিবেচনা করে
মাঠে ফেরার অনুমতি দিয়ে থাকি। এমসিএল ক্ষতিগ্রস্ত হলে সুস্থ হতে তিন থেকে চার মাস লাগে। অনেকটাই নির্ভর করে অস্ত্রোপচার কেমন হয়েছে, তার ওপর।’পন্ত এখনও সুস্থ নন। তাই তার পরের অস্ত্রোপচারটি করতে বেশ কয়েক সপ্তাহ
অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ শঙ্কা দেখা দিয়েছে, পন্ত দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ মিস করতে পারেন। সেটা হলে ভারত ও পন্তের জন্য বিষয়টা বেশ দুঃখজনক।গত ৩০ ডিসেম্বর রাতে দিল্লি থেকে
সড়কপথে রুরকির বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে পন্থের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পন্থের গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে আগুন ধরে যায়। গুরুতর আহত হন পন্থ। স্থানীয় উদ্ধারকারীরা প্রথমে আহত ক্রিকেটারকে
রুরকির একটি হাসপাতালে ভর্তি করান। পরে তাকে দেহরাদুনের একটি হাসাপাতালে এবং আরও পরে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।