সতীর্থকে ইফতারের সুযোগ দিতে ইনজুরির অভিনয় করলেন ফুটবলার, দেখুন ভাইরাল ভিডিও

ফ্রা’ন্সে মু’স’লি’ম ফু’ট’ব’লা’র’দে’র ই’ফ’তা’র বি’র’তি ব’ন্ধ ক’রা’য় স’মা’লো’চ’না’র ঝ’ড় উ’ঠে’ছে দে’শ’টি’তে। তা’ই তো পি’এ’স’জি’র ম্যা’চে প্র’তি’বা’দ জা’নি’য়ে’ছে’ন স’ম’র্থ’ক’রা। ফ্রা’ন্সে’র মু’স’লি’ম কা”উন্সি’ল’ও দি’য়ে’ছে বি’বৃ’তি। নঁ’তে ফু’ট’ব’লা’র রো’জা রা’খা’র টা’নে ম্যা’চ খে’ল’তে না’মে’ন’নি।

ই’তা’লি’তে’ও ই’ফ’তা’র বি’র’তি না থা’কা’য় স’তী’র্থের জ’ন্য ইন’জু’রি’র অ’ভি’ন’য় ক’রে’ছে’ন ফু’ট’ব’লা’র। আ’র স্পে’নে কা’রি’ম বে’ন’জে’মা রো’জা রে’খেই গো’ল উ’ৎ’সব” ক’রে পূ’র্ণ ক”রেছে’ন হ্যা’ট’ট্রিক।এ’ক’টা খে’জু’র, এ’ক গ্লা’স পা’নি (ফ্রান্স ফুটবল ফেডারেশনের দুঃস্বপ্ন)।

ফরাসি ভাষায় এমনটাই লেখা। অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচে পার্ক দ্য প্রাসে বিশালাকৃতির ব্যানার নিয়ে হাজির পিএসজি সমর্থকরা। ফ্রান্স ফুটবল ফেডারেশনকে কটাক্ষ করে তাদের এই প্রতিবাদ।পবিত্র রমজান মাসে মুসলিম ফুটবলারদের ইফতারে

বাধা দিয়ে সমালোচনার মুখে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফ্রেন্স কাউন্সিল অব মুসলিম যার প্রতিবাদ জানিয়েছে।ফ্রেন্স কাউন্সিল অব মুসলিমের প্রেসিডেন্ট মোহাম্মদ মোউসাউই বলেন, ২০২৩ সালে এসে এমন সিদ্ধান্ত দুঃখজনক। আমাদের এখনো এমন

বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।ইফতারের সময় বিরতি না দিতে রেফারিদের ইমেইলের খবর ছড়িয়ে পড়েছে পুরো ফ্রান্সে। এর ফলে ফ্রান্সে মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। সাম্প্রতিক সময়ে প্রকাশ্য স্থানে বোরখা ও হিজাব পড়া নিষিদ্ধ

করেছে ফ্রান্স সরকার। তাই মুসলিমদের প্রতি দেশটির এই অবস্থান ভাবনায় ফেলেছে।তবে ব্যতিক্রমও কম নেই। যেমন নঁতে ফুটবলার জাওয়েন হাজাম। ঘোষণা দিয়ে রোজা রাখছেন তিনি। আর তাকে রোজা রাখতে দিতে কোচ আঁতোয়া কমবোউআরে

একাদশও সাজিয়েছেন সেভাবেই। দল অবশ্য হেরে গেছে রেইমের কাছে ৩-০ গোলে।দলটিতে মুসলিম ফুটবলার আছে ছয়জন। সবাই রোজা রাখেন। তবে বাকি পাঁচজন ছাড় দিয়েছেন ম্যাচ ডেতে। তাদের জন্য কোচের ছাড় দুপুরের খাবার আর বিকেলের প্র্যাকটিস সেশনে।

ইউরোপে কেবল ইংল্যান্ড ছাড়া আর কোনো দেশেই ফুটবলাররা শান্তিতে ইফতার করতে পারছেন না। ইতালির সিরি আ’য় গত শনিবার ঘটে গেছে ভিন্নধর্মী ঘটনা। সতীর্থকে ইফতারের সুযোগ দিতে ইনজুরির অভিনয় করেছেন লুকা রানিয়ারি। ইন্টার

মিলানের বিপক্ষে চলছিল ফিওরেন্তিনার ম্যাচ। আশেপাশে কেউ নেই, হঠাৎ পড়ে কাতরাতে লাগলেন রানিয়ারি। তখনই ক্যামেরা ধরল সতীর্থ সোফিয়ান আমরাবাতের দিকে। পানি দিয়ে রোজা ভাঙছেন এই মরোক্কান ফুটবলার।

স্পেনে কারিম বেনজেমা রোজা রেখে করেছেন হ্যাটট্রিক। ভায়াদোলিদের বিপক্ষে সাত মিনিটের ব্যবধানে এসেছে রিয়াল তারকার তিন গোল। মজা করে অনেকেই বলছেন ফাস্টিং বেনজেমা অন ফিস্টিং। ফ্রান্সে জন্ম নেয়া আলজেরিয়ান বংশোদ্ভূত বেনজামার চোখে আল্লাহর প্রতি বিশ্বাস প্রতিদিনের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy