সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই ভারতে যাবেন! নাকি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ করেই উড়াল দিবেন? এমন প্রশ্নে এখন উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।নতুন নতুন সংবাদ ভাসছে সাকিবের ইন্ডিয়ান প্রিমিয়ার
লীগে (আইপিএল) খেলতে যাওয়া নিয়ে। তবে কলকাতা নাইট রাইডার্স সূত্রে নিশ্চিত হওয়া গেছে সাকিব কলতার প্রথম ম্যাচের আগেই যোগ দিচ্ছেন আইপিএলে।তার মানে চট্টগ্রামে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবেন না সাকিব। বাংলাদেশ দলের
অধিনায়ক খেলবেন না আইরিশদের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটিও কলকাতা নাইট রাইডার্সের মিডিয়া ম্যানেজার হিমানিশ কর দৈনিক মানবজমিনকে জানিয়েছেন সাকিব দুই একদিনের মধ্যে কলকাতার ক্যাম্পে যোগ দিতে পারেন।
অন্যদিকে টেস্ট দলের সহঅধিনায়ক লিটন দাস আইপিএলে খেলতে যাবেন সিরিজ শেষ করেই। ৩১শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর।১লা এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে কলকাতা। তার
আগেই চট্টগ্রাম থেকেই সাকিব ভারত যাবেন বলে জানা গেছে কয়েকটি সূত্রে এছাড়াও আইপিএলে শুরু থেকেই খেলতে পারবেন মোস্তাফিজুর রহমান।কারণ তিনি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাল বলের কেন্দ্রীয় চুক্তিতে। অন্যদিকে
বিসিবি সভাপতি কদিন আগে স্পষ্টই জানিয়েছিলেন,দেশের হয়ে খেলা শেষ করে আইপিএলে যোগ দিতে হবে সাকিব আল হাসান ও লিটন দাসকে। তার কথার সঙ্গে সুর মিলিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।কিন্তু তবুও শেষ দিকে কি ঘুরে যেতে
পারে সিদ্ধান্ত? সাকিবকে আইপিএলের শুরু থেকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু নেই। বিসিবির একটি সূত্রে জানা গেছে,আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে না খেলে সাকিবের আইপিএলে যাওয়ার একটি সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে। কলকাতা নাইট
রাইডার্সও প্রথম ম্যাচের আগেই সাকিবের অপেক্ষায়।একই দলে আছেন টাইগার ওপেনার লিটন দাস। সাকিব না থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক লিটনই।এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র
টেস্ট শুরু হবে ৪ঠা এপ্রিল। কলকাতার দ্বিতীয় ম্যাচ ৬ ও তৃতীয় ম্যাচ ৯ই এপ্রিল। অর্থাৎ টেস্ট খেলতে হলে লিটনের মিস হবে অন্তত দুই ম্যাচ।হিমানিশ কর জানিয়েছেন লিটন ৯ই এপ্রিল কলকাতার ক্যাম্পে যোগ দিবেন। আর কেকেআর মিডিয়া ম্যানেজার বলেন, ‘তাসকিন আহমেদকে নিয়ে কলকাতার আগ্রহের খবরটি সত্যি নয়।’