সকল জল্পনা কল্পনা শেষে, জাতীয় দলের হেড কোচ নিয়োগের সাক্ষাৎকারের সিদ্ধান্ত জানালেন জালাল ইউনুস

জাতীয় দলের হেড কোচ নিয়োগের জন্য ফেব্রুয়ারি সাক্ষাৎকারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।কোচ আসে, কোচ যায়।

গেল এক যুগে বাংলাদেশ ক্রিকেটে সাত হেডকোচের একই নিয়তি। সেই গর্ডন গ্রিনিজের কথাই বলুন কিংবা সবশেষ ভারত সিরিজের পর বিদায় হওয়া রাসেল ডমিঙ্গো। এদেশে ভালোর চেয়ে বরং তিক্ত অভিজ্ঞতা বেশি।মাঠের ব্যর্থতায় কোচদের বলি

দেয়া যেন অনেকটা সহজ। তাই বিকল্পের সন্ধানে ব্যস্ত বিশ্রাম নেই বিসিবির। ইংল্যান্ড সিরিজের আগে নিয়োগ দিতে হবে নতুন টাইগারদের হেডমাস্টার। সংক্ষিপ্ত তালিকাও নাকি করে ফেলেছে ক্রিকেট বোর্ড।আলাপ-আলোচনার জন্য আগামী

মাসে বাংলাদেশে আসবে একাধিক কোচ। চান্ডিকা হাথুরুসিংহের প্রত্যাবর্তনের গুঞ্জন ক্রিকেট মহলে। জানা গেছে বোর্ডের বড় অংশের চয়েজ লঙ্কান মাস্টার। তবে শ্রীরামের সঙ্গে কর্তৃত্ব ভাগ নিয়ে নাকি আপত্তি হাথুরুর।