বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃথিবীর সেরা ডিআরএস নিয়ে প্রশ্ন করায় বড় ধরনের শাস্তি পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান মোহাম্মদ সালাউদ্দিন। প্রকাশ্যে সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।সঙ্গে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী লেভেল ২ ভাঙার অভিযোগ
আনা হয় সালাউদ্দিনের বিরুদ্ধে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য এই ধারায় আছে, ‘ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্য সমালোচনা ও অনুপযুক্ত মন্তব্য করা।’মাঠের দুই আম্পায়ার, তৃতীয় আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার এই
অভিযোগ আনেন সালাউদ্দিনের বিরুদ্ধে। তিনি দায় স্বীকার করে ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।বরিশালের স্পিনার ইফতেখার আহমেদের বল শট খেলতে গিয়ে মিস করেন
কুমিল্লার ব্যাটসম্যান জাকের আলী। ঢাকায় শেষ ম্যাচে ফিফটি পাওয়া জাকেরের উইকেট কুমিল্লার জন্য ছিল অতি গুরুত্বপূর্ণ। কিন্তু নিজের খেলা তৃতীয় বলে আউট এ ব্যাটসম্যান।কিন্তু তার আউট নিয়ে ছড়ায় বিতর্ক।খালি চোখেও বোঝা যাচ্ছিল
বল আউট সাউড অব দ্য স্টাম্প পিচ করেছে। অফ স্পিনারের বল নিশ্চিতভাবেই স্টাম্প দিয়ে বেরিয়ে যাবে। মাঠের আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাতে ভুল করেন শুরুতেই।জাকেরকে আউট দেন। কুমিল্লার ব্যাটসম্যান রিভিউ নিয়ে
তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলে তিনিও দেন ভুল সিদ্ধান্ত।তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ টিভি রিপ্লেতে বারবার বল দেখছিলেন।মাঠে বড় পর্দায় জাকের নিজেও সেই রিপ্লে দেখেছেন। বুঝেছিলেন সিদ্ধান্ত ওভারটার্ন হবে। এজন্য নিজের ক্রিজে গিয়ে পরবর্তী বল খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হল তার উল্টোটা। সংবাদ সম্মেলনে কঠোর সমালোচনা করেন মোঃ সালাউদ্দিন।