আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলল বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। দুই জনের তাণ্ডবে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৮০ রান করে
বাংলাদেশ।পাওয়ার প্লেতে এতো দিন বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ১ উইকেটে ৭৪ রান। ঘরের মাঠে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সে রান টপকে গেছে লাল সবুজের দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭.১ ওভারে ১ উইকেট
হারিয়ে ৯১ রান। রনি ৪১ ও শান্ত ১ রানে ব্যাট করছেন। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং পায় সাবিক আল হাসান বাহিনী। টস জিতে আগে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় আইরিশ কাপ্তান পল স্টার্লিং। সোমবার (২৭ মার্চ) সাগরিকায় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, শামীম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ : মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।