হ’ঠাৎ ক’রে পা’ল্টে গে’ছে বাং’লাদে’শ ক্রি’কে’টারের চি’ত্র। যে ট’প অ’র্ডার নি’য়ে বি’গত দু’ই তি’ন ব’ছ’র ভু’ক্ত হ’য়ে’ছে বাং’লাদে’শকে সে’খা’নে র’নি তা’লুক’দার এ’বং লি’টন দা’স কি’ছু’টা হ’লেও আ”শা’র বা’ণী দে’খা’চ্ছে। ”দ্বি’তী’য় মে;য়া;দে জা;ত’য় দ’লে’র সু’যো’গ পা’ও’য়ার
পর এখনো পর্যন্ত দুর্দান্ত খেলে যাচ্ছেন রনি তালুকদার।লিটন দাসকে সাথে নিয়ে একের পর এক রেকর্ড করছেন তিনি। টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে এখন ভরসার প্রতীক হয়ে উঠেছেন লিটন এবং রনি। তবে রনি টি-টোয়েন্টি ক্রিকেটে খেললেও লিটন
দাস খেলছেন তিন ফর্মাটেই। আর তাই এই মুহূর্তে লিটন দাস কে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে মনে করছেন রনি তালুকদার।আজ সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন, “ও (লিটন দাস) এখন বাংলাদেশ টিমের মূল ব্যাটসম্যান আমি মনে করি।
ওর সাথে ব্যাটিং করতে পারা সত্যি অনেক আনন্দের ব্যাপার। আমরা সবসময় চেষ্টা করি, স্ট্রাইক রোটেট করার”।“ওর সঙ্গে ব্যাটিং করলে মনে হবে না যে কীভাবে রান হয়ে যাচ্ছে৷ ব্যাটিং দেখলে মনে হয় যে ব্যাটিং দেখেই যাই। দেখে অনেক কিছু শেখারও আছে। পাওয়ার প্লে’তে অনেক রান হচ্ছে। প্রথম ম্যাচে রেকর্ড রান। পরের ম্যাচে প্রায় একই রকম। কোনো লক্ষ্য ছিল?