কনওয়ে-রবীন্দ্রের সেঞ্চুরিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। গতবার এই ইংল্যান্ডের কাছে হেরেই শিরোপাস্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল নিউজিল্যান্ডকে। এবার চ্যাম্পিয়নদের তারা পেয়ে গেলো প্রথম ম্যাচেই, নিয়ে নিলো মধুর প্রতিশোধ।
তবে হেরেও ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ইনিংসটিতে ইংল্যান্ডের ১১ জন ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছেছেন। এমন ঘটনা ৪৬৫৮ ম্যাচের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম।
এমন অনন্য একটি রেকর্ডের পরও ইংল্যান্ড দলের কেউই হয়তো এই স্কোরবোর্ডটা দেখতে পছন্দ করবেন না। নিশ্চিত করেই বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের এমন ইনিংস দেখতে চায়নি তারা। কারণ, ১১ জন ব্যাটসম্যানের মধ্যে একজন ছাড়া কেউই ৫০ পেরোনো ইনিংস খেলতে পারেননি।
সত্যিকার অর্থেই ইংল্যান্ডের আজকের একাদশ ছিল অলরাউন্ডারে ঠাসা। মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস-চারজন অলরাউন্ডার নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলেছে ইংল্যান্ড। আরেক অলরাউন্ডার বেন স্টোকস একাদশে ছিলেন না।
অলরাউন্ডারের এই ভিড়ে ৯ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান পেয়েছে ইংল্যান্ড। কিন্তু ৫০ পেরোতে পেরেছেন একমাত্র জো রুট। তিনে নামা এই ইংলিশ ব্যাটসম্যান ৮৬ বলে ৪টি চার ও ১টি ছয়ে ৭৭ রান করেন। সর্বনিম্ন ১১ রান করেন দুজন-মঈন ও ওকস।
এর আগে ৫টি দলের ১০ জন করে ব্যাটসম্যান একই ম্যাচে দুই অঙ্ক ছুঁয়েছেন। সর্বপ্রথম ১১ জন ব্যাটসম্যানেরই দুই অঙ্কে পৌঁছানোর খুব কাছে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া একটি ওয়ানডেতে ১১ নম্বরে নামা কোর্টনি ওয়ালশ ছাড়া সবাই দুই অঙ্কে পৌঁছেছিলেন।
অস্ট্রেলিয়া এ বছরের শুরুর দিকে ভারতের বিপক্ষে এই কীর্তি প্রায় গড়ে ফেলেছিল। ১০ জন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছেছিলেন, শুধু স্টিভেন স্মিথ আউট হয়েছিলেন শূন্য রানে।
এআর